সুনাইরা নাজিম: কোনো একদিন আমাকে তোমার ভীষণ মনে পড়বে
কি ভাবছো মিথ্যে বলছি ?
না গো সত্যি একদিন
আমাকে তোমার ভীষণ মনে পড়বে,
খুঁজবে সেদিন আকাশ পাতাল
খুঁজে নাহি আর পাবে,
হ্যা গো কোনো এক দিন
আমায় তুমি হন্যে হয়ে খুঁজবে।
কোনো একদিন ওই হাতের ছোয়ায়
তুমি আমাকেই চাইবে,
ধরা কি পাবে সেদিন ?
তোমার আলোকচ্ছদ্বায়
না গো পাবে না সে দিন
পাবে না কো আর তোমার নিশানায়।
সে দিন আমি তোমার থেকে
বহু ক্রোশপথ পাড়ি দিয়ে
অজানা কোথাও লুকিয়ে যাব
কেমন হবে বলো তো ?
আমি জানি হ্যা গো আমি জানি
খুঁজবে সেদিন আমায় তুমি খুঁজবে।
ভাবাবে তোমায় কোনো একদিন
কাঁদবে সেদিন তুমি,
তোমায় কেউ ভালোবেসেছিলো
নিজের থেকেও বেশি
খুঁজবে সেদিন আমায় তুমি।
কবি সুনাইরা নাজিম, চট্রগ্রাম
সা /ইবিটাইমস