ভিয়েনা ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে ১২৩ কোটি টাকার সেতু নির্মাণে দেখা দিয়েছে অনিশ্চয়তা ওসমান হাদির স্মরণে ঝালকাঠিতে ইসলামি ছাত্র আন্দোলনের দোয়া অনাবাদি ও বসতবাড়ির আঙিনায় সবজি উৎপাদনের জন্য বিনামূল্যে উপকরণ বিতরণ সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে: মির্জা ফখরুল নির্বাচন আয়োজনে গুরুদায়িত্ব পালনে ব্যর্থতার অবকাশ নেই : সিইসি অস্ট্রিয়ায় মুসলিমদের সাথে সহাবস্থান কঠিন, ÖVP দলের ইনস্টাগ্রামের পোস্ট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ শরীক দলের রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে এলাকাবাসী টাঙ্গাইলে প্রিণ্ট মিডিয়া আসোসিয়েশন নিন্দা ও প্রতিবাদ সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

কবি নির্মলেন্দু গুণকে জন্মদিনের কদমফুল শুভেচ্ছা জানিয়েছে জাতীয় কবিতা পরিষদ ভোলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
  • ৩০ সময় দেখুন
রিপন শানঃ আজ ২১জুন সমকালীন বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠকবি এবং “বাংলাদেশের কবিদের কবি” নির্মলেন্দু গুণের জন্মদিন। অসংখ্য জনপ্রিয় ও শিল্পোত্তীর্ণ কবিতা রচনা করে এই কবি ইতোমধ্যেই জনমনে বিপুল ভালোবাসায় স্থান করে নিয়েছেন।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধে উজ্জীবিত সাহসী কবি নির্মলেন্দু গুণ সম্পর্কে অধ্যাপক গবেষক ড. সৌমিত্র শেখর বলেন- আধুনিক কবিদের মধ্যে অনেকের নাম আমরা জানি, তাঁরা নিশ্চয় সেরাই বটেন, তাঁদের কবিতার শিরোনামও হয়তো আমাদের মনে আছে কিছু কিছু  কিন্তু তাঁদের কজনইবা কবিতা আমাদের মুখস্থ আছে, কয়টি মুখস্থ আছে? নির্মলেন্দু গুণ সেই কুশলী কবি, যিনি তাঁর কবিতা নিয়ে আমাদের মনের অন্দরেই শুধু প্রবেশ করেননি, সেই কবিতার শব্দবন্ধ তিনি আমাদের কণ্ঠেও অনায়াসে স্থান দিয়েছেন। আমাদের স্মৃতি সহজেই তাঁর কবিতাকে স্মরণ করতে পারে আপন ভেবে। কবিতার ক্ষেত্রে বহুবিচিত্র  বিষয় তাঁর। তাতে সংগ্রাম আছে, প্রেম আছে, বিদ্রোহ আছে, আত্মদহন আছে, আছে অন্যের অনুভবে নিজেকে লীন করে দিয়ে কায়াহীন হয়ে যাওয়ার আকুতি। সে সূত্রেই  নির্মলেন্দু গুণের মতো এতোটা সাহসী, সরল ও প্রেমতৃষ্ণায় কাতর কবি এ সময় খুব কম মেলে। তিনি শিশুর মতো অকপট, মহাপ্রবীণের মতো প্রাজ্ঞ, সন্ন্যাসীর মতো উদার। দীর্ঘ জীবনে তিনি বিরুদ্ধ সমকালকে আঘাত করেছেন সুতীক্ষ্ণ  শব্দশেল দিয়ে। পাশাপাশি  কবিতার করণকুশলতাতেও তিনি অনন্য। প্রকরণবাদীদের মতো তিনি শুধুই আঙ্গিকচর্চায় মত্ত ছিলেন না। কবিতার বহিরঙ্গীয় পারিপাট্যে তাঁর মনোযোগ ছিল বটে, আছেও— কিন্তু সেটাই তাঁর একমাত্র আরাধ্য নয়। বিষয়ই তাঁর কাছে মুখ্য, বক্তব্যই তাঁর লেখনী-তীরের সুতীক্ষ্ণ  মুখ। তাই “হুলিয়া”র মতো দীর্ঘ কবিতা তিনি লেখেন, পাশাপাশি সৃষ্টি করেন “যুদ্ধ”র মতো অণুকবিতা। নির্মলেন্দু গুণ আজও সচল তাঁর লেখাতে, উত্তাপ ছড়ান হাসিতে, সঘন করেন বিচরণে আর আত্মীয়তা বাড়ান মানুষ থেকে মানুষে। এই অকপট প্রাজ্ঞ মহৎ কবির জন্মদিনে জানাই ভক্তিনম্র প্রণাম আর প্রার্থনা করি, সুন্দর থাকুক তাঁর স্বাস্থ্য, দীর্ঘায়ু লাভ করুন এই প্রাণের মানুষ ।
বাংলা ভাষা ও সাহিত্যের জীয়ল কিংবদন্তি কবি নির্মলেন্দু গুণকে জন্মদিনের কদমফুল শুভেচ্ছা জানিয়েছেন- জাতীয় কবিতা পরিষদ ভোলার সভাপতি অধ্যক্ষ কবি কায়সার আহমেদ দুলাল, সাধারণ সম্পাদক প্রভাষক কবি রিপন শান, সম্মানীয় সদস্য অধ্যাপক কবি মিলি বসাক, কবি স্বপন ঘোষ, কবি হাওলাদার মাকসুদ, কবি নজরুল ইসলাম জামাল, কবি গাজী তাহের লিটন, কবি ইমরান মাঝি, কবি শহিদুল ইসলাম জামাল, কবি কামাল হোসেন শাহীন প্রমুখ ।
ভোলা /ইবিটাইমস
জনপ্রিয়

ঝালকাঠিতে ১২৩ কোটি টাকার সেতু নির্মাণে দেখা দিয়েছে অনিশ্চয়তা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কবি নির্মলেন্দু গুণকে জন্মদিনের কদমফুল শুভেচ্ছা জানিয়েছে জাতীয় কবিতা পরিষদ ভোলা

আপডেটের সময় ০৬:৪৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
রিপন শানঃ আজ ২১জুন সমকালীন বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠকবি এবং “বাংলাদেশের কবিদের কবি” নির্মলেন্দু গুণের জন্মদিন। অসংখ্য জনপ্রিয় ও শিল্পোত্তীর্ণ কবিতা রচনা করে এই কবি ইতোমধ্যেই জনমনে বিপুল ভালোবাসায় স্থান করে নিয়েছেন।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধে উজ্জীবিত সাহসী কবি নির্মলেন্দু গুণ সম্পর্কে অধ্যাপক গবেষক ড. সৌমিত্র শেখর বলেন- আধুনিক কবিদের মধ্যে অনেকের নাম আমরা জানি, তাঁরা নিশ্চয় সেরাই বটেন, তাঁদের কবিতার শিরোনামও হয়তো আমাদের মনে আছে কিছু কিছু  কিন্তু তাঁদের কজনইবা কবিতা আমাদের মুখস্থ আছে, কয়টি মুখস্থ আছে? নির্মলেন্দু গুণ সেই কুশলী কবি, যিনি তাঁর কবিতা নিয়ে আমাদের মনের অন্দরেই শুধু প্রবেশ করেননি, সেই কবিতার শব্দবন্ধ তিনি আমাদের কণ্ঠেও অনায়াসে স্থান দিয়েছেন। আমাদের স্মৃতি সহজেই তাঁর কবিতাকে স্মরণ করতে পারে আপন ভেবে। কবিতার ক্ষেত্রে বহুবিচিত্র  বিষয় তাঁর। তাতে সংগ্রাম আছে, প্রেম আছে, বিদ্রোহ আছে, আত্মদহন আছে, আছে অন্যের অনুভবে নিজেকে লীন করে দিয়ে কায়াহীন হয়ে যাওয়ার আকুতি। সে সূত্রেই  নির্মলেন্দু গুণের মতো এতোটা সাহসী, সরল ও প্রেমতৃষ্ণায় কাতর কবি এ সময় খুব কম মেলে। তিনি শিশুর মতো অকপট, মহাপ্রবীণের মতো প্রাজ্ঞ, সন্ন্যাসীর মতো উদার। দীর্ঘ জীবনে তিনি বিরুদ্ধ সমকালকে আঘাত করেছেন সুতীক্ষ্ণ  শব্দশেল দিয়ে। পাশাপাশি  কবিতার করণকুশলতাতেও তিনি অনন্য। প্রকরণবাদীদের মতো তিনি শুধুই আঙ্গিকচর্চায় মত্ত ছিলেন না। কবিতার বহিরঙ্গীয় পারিপাট্যে তাঁর মনোযোগ ছিল বটে, আছেও— কিন্তু সেটাই তাঁর একমাত্র আরাধ্য নয়। বিষয়ই তাঁর কাছে মুখ্য, বক্তব্যই তাঁর লেখনী-তীরের সুতীক্ষ্ণ  মুখ। তাই “হুলিয়া”র মতো দীর্ঘ কবিতা তিনি লেখেন, পাশাপাশি সৃষ্টি করেন “যুদ্ধ”র মতো অণুকবিতা। নির্মলেন্দু গুণ আজও সচল তাঁর লেখাতে, উত্তাপ ছড়ান হাসিতে, সঘন করেন বিচরণে আর আত্মীয়তা বাড়ান মানুষ থেকে মানুষে। এই অকপট প্রাজ্ঞ মহৎ কবির জন্মদিনে জানাই ভক্তিনম্র প্রণাম আর প্রার্থনা করি, সুন্দর থাকুক তাঁর স্বাস্থ্য, দীর্ঘায়ু লাভ করুন এই প্রাণের মানুষ ।
বাংলা ভাষা ও সাহিত্যের জীয়ল কিংবদন্তি কবি নির্মলেন্দু গুণকে জন্মদিনের কদমফুল শুভেচ্ছা জানিয়েছেন- জাতীয় কবিতা পরিষদ ভোলার সভাপতি অধ্যক্ষ কবি কায়সার আহমেদ দুলাল, সাধারণ সম্পাদক প্রভাষক কবি রিপন শান, সম্মানীয় সদস্য অধ্যাপক কবি মিলি বসাক, কবি স্বপন ঘোষ, কবি হাওলাদার মাকসুদ, কবি নজরুল ইসলাম জামাল, কবি গাজী তাহের লিটন, কবি ইমরান মাঝি, কবি শহিদুল ইসলাম জামাল, কবি কামাল হোসেন শাহীন প্রমুখ ।
ভোলা /ইবিটাইমস