অস্ট্রিয়া কুমিল্লা সমিতির বার্ষিক পিকনিক ও নৌ ভ্রমণে বৃহত্তর সিলেটের বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ তহবিল গঠন
ইউরোপ ডেস্কঃ আমাদের ইউরো বাংলা টাইমসের ভিয়েনা প্রতিনিধি জানান, গত রবিবার (১৯ জুন) অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির অন্যতম আঞ্চলিক সংগঠন অস্ট্রিয়া কুমিল্লা সমিতি তাদের বার্ষিক পিকনিক ও নৌ ভ্রমণ এই বছর অস্ট্রিয়ার প্রতিবেশী দেশ স্লোভাকিয়ায় সম্পন্ন করেছে।
আমাদের প্রতিনিধি আরও জানান, বর্তমানে অস্ট্রিয়ায় প্রায় ৩০০ শতাধিক কুমিল্লা প্রবাসীর বসবাস। ফলে এই সমিতি বর্তমানে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকান্ডে বেশ প্রভাব রাখছে।
অস্ট্রিয়া কুমিল্লা সমিতি তাদের স্লোভাকিয়ার পিকনিক ও নৌ ভ্রমণে বৃহত্তর সিলেট অঞ্চলের বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। পিকনিকে আগত অতিথিরা তাৎক্ষণিকভাবে প্রায় €৪০০(চারশত) ইউরো দান করেন।
অস্ট্রিয়া কুমিল্লা সমিতির ২০২২-২০২৩ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি মামুন হাসান অস্ট্রিয়ায় বসবাসকারী কুমিল্লাবাসী ছাড়াও আমাদের অস্ট্রিয়া
বাংলাদেশ কমিউনিটির সকলকে বর্তমানে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের পূর্বাঞ্চল বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলায় সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন।
আমাদের প্রতিনিধির সাথে এক সাক্ষাৎকারে সভাপতি মামুন হাসান ও সাধারণ সম্পাদক কবির আহমেদ জানিয়েছেন অস্ট্রিয়া কুমিল্লা সমিতি বর্তমান বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার প্রত্যন্ত ভাটি অঞ্চলে বন্যাকবলিত মানুষদের মাঝে জরুরী ত্রাণ বিতরণের পরিকল্পনা
নিয়েছেন। অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকলকে অস্ট্রিয়া কুমিল্লা সমিতির এই মহতী উদ্যোগে শরীক হওয়ার জন্য আহবান করা হচ্ছে বলেও নেতৃবৃন্দ
ইউরো বাংলা টাইমসের প্রতিনিধিকে জানিয়েছেন।
অস্ট্রিয়া কুমিল্লা সমিতির এই বছরের স্লোভাকিয়ায় বার্ষিক পিকনিকটি মূলত দুইভাগে বিভক্ত ছিল। তারা প্রথমে ভিয়েনা থেকে বাসে করে স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিসলাভা যান। ব্রাতিসলাভা দানিউব (Donau) নদীর বন্দরের পার্কে তারা সকালের নাস্তা ও দুপুরের মধ্যাহ্ন ভোজ করেন। যা তারা ভিয়েনা থেকে নিজেরা রান্না করে নিয়ে গিয়েছিলেন। এই সময়ে তারা ব্রাতিসলাভার সাবেক রাজবাড়ি সহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে তারা ব্রাতিসলাভা (Bratislava) থেকে পূর্ব থেকে বুকিং করা জাহাজে প্রায় ২০ কিলোমিটার দূরত্বে স্লোভাকিয়ার ঐতিহাসিক পর্যটন স্থাপনা ছোট অঞ্চল Burg Devin পরিদর্শন করেন। এখানে দানিউব নদীর তীরে পূর্বের রাজাবাড়ির অনেক স্থাপনা সংরক্ষণ করে রাখা হয়েছে। পৃথিবীর
বিভিন্ন দেশ থেকে পর্যটকরা দানিউব নদীর তীরবর্তী এই অপূর্ব সুন্দর স্থাপনা দেখতে আসেন।
Burg Devin থেকে নৌ ভ্রমণ শেষ করে পুনরায় Bratislava ফেরত এসে অস্ট্রিয়া কুমিল্লা সমিতি পিকনিকে আগত মহিলাদের জন্য এক আকর্ষণীয়
বালিশ খেলার আয়োজন করে। পরে বিজয়ীদের মধ্যে অত্যন্ত আকর্ষণীয় মূল্যবান ইসলামী শো পিস উপহার দেওয়া হয়।
বালিশ খেলার প্রথম পুরস্কারটি দিয়েছেন ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের বাংলা দোকান “মোল্লা মার্কেট”, দ্বিতীয় পুরস্কারটি দিয়েছেন ভিয়েনার ১৫ নাম্বার ডিস্ট্রিক্টের বাংলা দোকান “ফোরকান লিবেনসমিটেল” এবং তৃতীয় পুরস্কারটি দিয়েছেন ভিয়েনার ২২ নাম্বার ডিস্ট্রিক্টের বাংলাদেশী ইলেকট্রনিক্সের দোকান
“এস আর টেলিকম”।
তারপর পিকনিক ও নৌ ভ্রমণের টিকেটের সিরিয়ালের উপর এক রাফেল লটারির ব্যবস্থা করা হয়। এতে নয়টি পুরস্কার দেওয়া হয়। রাফেল ড্র এর পুরষ্কার
সমূহ দিয়েছেন “বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির বর্তমান সভাপতি মাহবুবুল ইসলাম। অস্ট্রিয়া কুমিল্লা সমিতির নেতৃবৃন্দ,যারা পুরস্কার দিয়ে সমিতির এই বার্ষিক পিকনিক ও নৌ ভ্রমণে সফল করেছেন,তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।
অবশেষে ব্রাতিসলাভার দানিউব পাড়ে বিকালের নাস্তার পর রওয়ানা দিয়ে রাত প্রায় সাড়ে নয়টায় ভিয়েনা ফেরত এসে পৌঁছান।
কবির আহমেদ/ইবিটাইমস