ভিয়েনা ০২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

খাবার নেই বিদ্যুৎ নেই, শুধু হাহাকার চারদিকে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
  • ২১ সময় দেখুন

সিলেট ও সুনামগঞ্জ: ভয়াবহ বন্যায় তলিয়ে যাচ্ছে সিলেট, সুনামগঞ্জ। আর জলে ভাসছে মানুষ। অবর্ণনীয় দুর্দশার মধ্যে লাখ লাখ বাসিন্দা। ঘরে-বাইরে পানি। খাবার নেই, বিদ্যুৎ নেই। যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গত এলাকায়; অনাহারে-উপবাসে চারদিকে শুধু হাহাকার।

স্মরণকালের ভয়াবহ বন্যায় তছনছ জনজীবন। পানির নিচে সিলেট-কোম্পানিগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়ক। জীবন বাঁচাতে ঝুঁকি নিয়েই এ সড়কেই চলাচল করছে যানবাহন। সিলেটের ১৩ উপজেলার মধ্যে ভারতের সীমান্তবর্তী ৫ উপজেলার লাখ লাখ মানুষও পানিবন্দি।

এদিকে কোলের শিশু, পরিবারের অসুস্থ বাবা-মা নিয়ে অসহায় অবস্থা পানিবন্দী সাধারন মানুষের। তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা।

কোম্পানিগঞ্জ উপজেলায় থাকার জায়গা নেই, খাবার নেই। ভবনের ছাদে আশ্রয় নিয়েছে গবাদি পশু। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন বানভাসিরা। নৌকায় করে আশ্রয় কেন্দ্রে আসছেন অনেকেই। অসুস্থ-বৃদ্ধ মানুষকে তুলে নিয়ে আনা হচ্ছে আশ্রয় কেন্দ্রে।

অনেকের জায়গা হয়েছে আশ্রয় কেন্দ্রে, আবার কেউ কেউ কোমর পানিতে দিনযাপন করছেন। বিদ্যুৎ নেই, নেই মোবাইল নেটওয়ার্ক। যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। অবর্ণনীয় দুর্দশা দুর্গত এলাকার মানুষের।

বন্যাকবলিতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। দুর্গত এলাকা থেকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক পার্কের আশ্রয়কেন্দ্রে। বানভাসিরা জানান, অনাহারে-অর্ধাহারে দিন কাটছে। চারদিকে পানির কারণে রান্না-বান্না বন্ধ রয়েছে।

সিলেটের বিভাগীয় কমিশনার মুহাম্মদ মোশাররফ হোসেন জানিয়েছেন, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জসহ ১২ জেলায় বন্যা পরিস্থিতি সবচেয়ে খারাপ। এসব এলাকায় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। সেনাবাহিনী ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে।

সিলেট/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

জুলাই সনদ সইয়ের ঐতিহাসিক মুহূর্তে সকলকে অংশগ্রহণ করার আহ্বান প্রধান উপদেষ্টার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খাবার নেই বিদ্যুৎ নেই, শুধু হাহাকার চারদিকে

আপডেটের সময় ০৬:২৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২

সিলেট ও সুনামগঞ্জ: ভয়াবহ বন্যায় তলিয়ে যাচ্ছে সিলেট, সুনামগঞ্জ। আর জলে ভাসছে মানুষ। অবর্ণনীয় দুর্দশার মধ্যে লাখ লাখ বাসিন্দা। ঘরে-বাইরে পানি। খাবার নেই, বিদ্যুৎ নেই। যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গত এলাকায়; অনাহারে-উপবাসে চারদিকে শুধু হাহাকার।

স্মরণকালের ভয়াবহ বন্যায় তছনছ জনজীবন। পানির নিচে সিলেট-কোম্পানিগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়ক। জীবন বাঁচাতে ঝুঁকি নিয়েই এ সড়কেই চলাচল করছে যানবাহন। সিলেটের ১৩ উপজেলার মধ্যে ভারতের সীমান্তবর্তী ৫ উপজেলার লাখ লাখ মানুষও পানিবন্দি।

এদিকে কোলের শিশু, পরিবারের অসুস্থ বাবা-মা নিয়ে অসহায় অবস্থা পানিবন্দী সাধারন মানুষের। তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা।

কোম্পানিগঞ্জ উপজেলায় থাকার জায়গা নেই, খাবার নেই। ভবনের ছাদে আশ্রয় নিয়েছে গবাদি পশু। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন বানভাসিরা। নৌকায় করে আশ্রয় কেন্দ্রে আসছেন অনেকেই। অসুস্থ-বৃদ্ধ মানুষকে তুলে নিয়ে আনা হচ্ছে আশ্রয় কেন্দ্রে।

অনেকের জায়গা হয়েছে আশ্রয় কেন্দ্রে, আবার কেউ কেউ কোমর পানিতে দিনযাপন করছেন। বিদ্যুৎ নেই, নেই মোবাইল নেটওয়ার্ক। যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। অবর্ণনীয় দুর্দশা দুর্গত এলাকার মানুষের।

বন্যাকবলিতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। দুর্গত এলাকা থেকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক পার্কের আশ্রয়কেন্দ্রে। বানভাসিরা জানান, অনাহারে-অর্ধাহারে দিন কাটছে। চারদিকে পানির কারণে রান্না-বান্না বন্ধ রয়েছে।

সিলেটের বিভাগীয় কমিশনার মুহাম্মদ মোশাররফ হোসেন জানিয়েছেন, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জসহ ১২ জেলায় বন্যা পরিস্থিতি সবচেয়ে খারাপ। এসব এলাকায় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। সেনাবাহিনী ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে।

সিলেট/ইবিটাইমস/এমএইচ