বদরপুর ইউনিয়ন টিচার্স এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি ঘোষণা

লালমোহন থেকে রিপন শান: শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং একই ভূমিতে জন্মগ্রহণকারী মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজের আন্তসম্পর্ক জোরদার করার লক্ষ্যে পলিমাটির জনপদ ভোলায় আত্মপ্রকাশ করেছে একটি নূতন সংগঠন । বদরপুর ইউনিয়ন টিচার্স এসোসিয়েশন ।
দ্বীপজেলা ভোলার লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী বদরপুর ইউনিয়নের সকল স্তরের শিক্ষকদের সদ্যপ্রসূত প্রাণের সংগঠন “বদরপুর ইউনিয়ন টিচার্স অ্যাসোসিয়েশন (বুটা)” এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
১৯ সদস্য বিশিষ্ট সার্চ কমিটির পূর্ব নির্ধারিত সভায় সভাপতিত্ব করেন হাজিরহাট তোফায়েল আহমেদ (টিএ)মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন । সভায় উপস্থিত ছিলেন চতলা হাশেমিয়া মজিদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর , নাজিরপুর দারুল আউলিয়া ফাজিল মাদরাসার নবনিযুক্ত অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম, লালমোহন করিমুন্নেছা- হাফিজ মহিলা কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান লিপু, গজারিয়া ডাঃ আজাহার উদ্দিন ডিগ্রী কলেজের লেকচারার মোঃ হারুন অর রশিদ, নাজিরপুর দারুল আউলিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা নিয়াজ মাহমুদ সাইফুল,নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের প্রভাষক মোঃ মিরাজ হোসেন, সেনেরহাওলা সরকারি প্রাথমিকবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ, পশ্চিম চরটিটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহেব নুর, দেবীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান জসিম,  জনতাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রেজাউল করীম, ভোলা সরকারি গার্লস হাইস্কুলের বিএসসি শিক্ষক মোঃ জুকরান হোসেন কিরন, ধলীগৌরনগর নয়াভাংগনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা ফরিদ উদ্দীন, নাজিরপুর দারুল আউলিয়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক  মোঃ ইকবাল হোসাইন, সহকারী শিক্ষক মোঃ হুমায়ূন কবির, চরটিটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিউল্লাহ সুজন, হাজিরহাট টিএ দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মোঃ আবু বকর প্রমুখ।
সভায় বদরপুর ইউনিয়ন টিচার্স অ্যাসোসিয়েশন এর আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে নাজিরপুর দারুল আউলিয়া ফাজিল মাদরাসার নবনিযুক্ত অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম লালমোহন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান লিপু’র নাম প্রস্তাব করলে উপস্থিত সকলের ঐক্যমতের ভিত্তিতে তাকে কমিটির আহবায়ক নির্বাচিত করা হয়। গজারিয়া ডাঃ আজাহার উদ্দিন ডিগ্রী কলেজের ভূগোলের লেকচারার  মোঃ হারুন অর রশিদ এর প্রস্তাবের ভিত্তিতে পশ্চিম চরটিটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  সাহেব নুরকে সদস্য সচিব করা হয় ।
সভায় মাওলানা আবুল হাশেমকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং মোঃ মেজবাহ উদ্দিন, মোঃ বজলুর রহমান, মোঃ হারুন অর রশিদ, মোঃ মিজানুর রহমান জসিম, মোঃ জুকরান হোসেন কিরন ও মাওলানা মোহাম্মদ ফরিদ উদ্দিন কে সর্বসম্মতভাবে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয়। নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের প্রভাষক মোঃ মিরাজ হোসেনকে নির্বাহি সদস্য নির্বাচিত করা হয়।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মাওলানা নিয়াজ মাহমুদ, মোঃ ছানাউল্লাহ, মোঃ হারুন অর রশিদ, মোঃ হুমায়ুন কবির, মোঃ রেজাউল করিম, মাওলানা মোহাম্মদ আবু বকর, মোঃ শফিউল্লাহ সুজন, মোঃ ইকবাল হোসেন, মোঃ আলাউদ্দিন, মোঃ রেজাউল হায়দার, মোঃ কামাল উদ্দিন, মিজানুর রহমান খোকন ও সামিউন আফরোজ । বৈঠকে উপস্থিত সকল সদস্যের পক্ষ থেকে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন সভার সভাপতি হাজিরহাট টিএ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেজবাহ উদ্দিন।
এদিকে, বদরপুর ইউনিয়ন টিচার্স এসোসিয়েশনের নবগঠিত আহ্বায়ক কমিটিকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন- ভোলা দক্ষিণ প্রেসক্লাব এর প্রধান উপদেষ্টা ও ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চিফ বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, ভোলা দক্ষিণ প্রেসক্লাব এর সভাপতি, ইউরো বাংলা টাইমসের ম্যানেজিঙ্ এডিটর ও নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের বাংলা প্রভাষক শাহাবুদ্দিন রিপন শান, ভোলা দক্ষিণ প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জামাল মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন জমাদার , সাংগঠনিক সম্পাদক সামসুন্নাহার স্নিগ্ধা, সহসাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোরশেদ ও তসলিম আখন, সাহিত্য সম্পাদক এসএম মামুন হোসাইন, অনুষ্ঠান সম্পাদক মোসলেউদ্দিন মুরাদ, সমাজকল্যাণ সম্পাদক জসিম মাতাব্বর, দপ্তর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, নির্বাহী সদস্য মিজান পাটোয়ারী, এমরান হাসান আলীম, সিমা বেগম প্রমুখ ।
ভোলা/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »