ভিয়েনা ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দেশের নির্বাচন ব্যবস্থা সরকার সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে : মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
  • ৯ সময় দেখুন

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারের কারণেই সরকারদলীয় এমপি নির্বাচনের সময় কুমিল্লাতে অবস্থান করছেন। নির্বাচন কমিশন থেকে তাঁকে চিঠি দেওয়ার পরেও তিনি স্থান ত্যাগ করেননি। এর ফলে সিইসি থেকে শুরু করে কমিশনের সবাই নিজেদের অসহায়ত্ব প্রকাশ করেছেন। এ ঘটনা থেকেই প্রমাণিত হয়ে গেছে যে, বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা, তা সম্পূর্ণভাবেই সরকার নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।’

ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে বুধবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমরাসহ সব বিরোধীদল বলছে, নির্বাচনকালিন সময়ে যদি নিরপেক্ষ সরকার না থাকে তাহলে নির্বাচন কমিশন যাই থাকুক, তাকে নিয়ে কখনও সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আমরা বলেছি যে, বর্তমান সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না। পরিণতি যাই হোক, আমরা যাব না।’

ফখরুল বলেন, ‘নির্বাচন ব্যবস্থাকে তারা এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে, মানুষ তো ভোটই দিতে পারে না, তারা তো ভোটকেন্দ্রে যেতেই পারে না। ভোটকেন্দ্রে যেতে না পারলে তারা ভোট দেবে কীভাবে? এ ছাড়া ভোট দিতে পারলেও তাদের ভোট নিয়ন্ত্রণ করে নেওয়া হয়।’

জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে প্রয়োজনে সব দলকে সঙ্গে নিয়ে যেকোনো সময় বৃহত্তর আন্দোলনে যাওয়ার ইঙ্গিত দেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘আমরা আমাদের আপত্তি জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। যখন সময় আসবে, আমরা আন্দোলনে যাব, আরও বড় আন্দোলনে যাব। রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করা হচ্ছে বলেও জানান তিনি।’

ঠাকুরগাঁও/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশের নির্বাচন ব্যবস্থা সরকার সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে : মির্জা ফখরুল

আপডেটের সময় ০৬:১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারের কারণেই সরকারদলীয় এমপি নির্বাচনের সময় কুমিল্লাতে অবস্থান করছেন। নির্বাচন কমিশন থেকে তাঁকে চিঠি দেওয়ার পরেও তিনি স্থান ত্যাগ করেননি। এর ফলে সিইসি থেকে শুরু করে কমিশনের সবাই নিজেদের অসহায়ত্ব প্রকাশ করেছেন। এ ঘটনা থেকেই প্রমাণিত হয়ে গেছে যে, বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা, তা সম্পূর্ণভাবেই সরকার নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।’

ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে বুধবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমরাসহ সব বিরোধীদল বলছে, নির্বাচনকালিন সময়ে যদি নিরপেক্ষ সরকার না থাকে তাহলে নির্বাচন কমিশন যাই থাকুক, তাকে নিয়ে কখনও সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আমরা বলেছি যে, বর্তমান সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না। পরিণতি যাই হোক, আমরা যাব না।’

ফখরুল বলেন, ‘নির্বাচন ব্যবস্থাকে তারা এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে, মানুষ তো ভোটই দিতে পারে না, তারা তো ভোটকেন্দ্রে যেতেই পারে না। ভোটকেন্দ্রে যেতে না পারলে তারা ভোট দেবে কীভাবে? এ ছাড়া ভোট দিতে পারলেও তাদের ভোট নিয়ন্ত্রণ করে নেওয়া হয়।’

জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে প্রয়োজনে সব দলকে সঙ্গে নিয়ে যেকোনো সময় বৃহত্তর আন্দোলনে যাওয়ার ইঙ্গিত দেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘আমরা আমাদের আপত্তি জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। যখন সময় আসবে, আমরা আন্দোলনে যাব, আরও বড় আন্দোলনে যাব। রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করা হচ্ছে বলেও জানান তিনি।’

ঠাকুরগাঁও/ইবিটাইমস/এমএইচ