চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: দেশের সামুদ্রিক জলসীমায় ৬৫ দিন (২০ মে-২৩ জুলাই) মাছ ধরার ওপর নিষেধাক্ষা চলাকালে ভোলা চরফ্যাসনের জিন্নাগড় ইউনিয়নের ক্ষতিগ্রস্ত জেলেদের মাঝে জন প্রতি ৫৬ কেজি করে চাউল দেয়া হয়েছে।
শনিবার (১১ জুন) সকালে এ চাউল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিতরন করা হয়।
এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ কামাল হোসেন, ইউপি মেম্বার জয়নাল আবেদীন, ইউপি সচিব বশির উল্লাহ, মহিলা মেম্বার ও ক্ষতিগ্রস্ত জেলেরা উপস্থিত ছিলেন।
জিন্নাগড় ইউনিয়নের নিবন্ধিত ৯ শ ৪২ জন জেলেকে ৫৬ কেজি করে চাল দেয়া হয়েছে বলে তদারকির দায়িত্বে থাকা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ কামাল হোসেন নিশ্চিত করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান,সামুদিক মৎস্য আইনে ক্ষমতাবলে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য চলতি বছরের ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সব ধরনের মৎস্য নৌযান কর্তৃক যেকোন প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষনা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারী করা হয়েছে। এ কারণে ক্ষতিগ্রস্ত জেলেদের কে ৫৬ কেজি করে চাউল দেয়া হচ্ছে।
ভোলা /ইবিটাইমস