ভিয়েনা ০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আমার ইচ্ছে গুলো

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০২:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
  • ৮ সময় দেখুন

সুনাইরা নাজিম: আমাদের হবে হবে বলে অনেক কিছুই হয় না। সুবহে সাদেক এর সাথে দেখা হয় না।
জীবনের বাউন্ডারি ক্রস করে ছুটাঁ হয় না,
ইচ্ছেমতো রং তুলি দিয়ে রঙের সাথে খেলা হয় না।
তোমার সাথে আমার দেখা হয় না।
সব কিছু রেখে আর মন বাড়িয়ে ছোঁয়া হয় না।
অনেকদিন খিলখিলিয়ে হাসবো ভাবি কিন্তু হাসা হয়না।
জোছনা রাতে চাঁদের বুকে চাদর পেতে গল্প হয় না!!
কাজল রেখা চোখে আর টানা হয় না।
হবে হবে বলেও তোমার সাথে আমার দেখা হয় না।
আমাদের হবে হবে বলে কিছুই হয় না।
তারপরও বলবো চাওয়া পাওয়ার ইচ্ছে গুলো
মনের ভেলায় ভাসিয়ে নিয়ে যাক অন্যরকম ভালোলাগায়।

কবি সুনাইরা নাজিম, চট্রগ্রাম

সা /ইবিটাইমস/ এম আর

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আমার ইচ্ছে গুলো

আপডেটের সময় ০৮:০২:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২

সুনাইরা নাজিম: আমাদের হবে হবে বলে অনেক কিছুই হয় না। সুবহে সাদেক এর সাথে দেখা হয় না।
জীবনের বাউন্ডারি ক্রস করে ছুটাঁ হয় না,
ইচ্ছেমতো রং তুলি দিয়ে রঙের সাথে খেলা হয় না।
তোমার সাথে আমার দেখা হয় না।
সব কিছু রেখে আর মন বাড়িয়ে ছোঁয়া হয় না।
অনেকদিন খিলখিলিয়ে হাসবো ভাবি কিন্তু হাসা হয়না।
জোছনা রাতে চাঁদের বুকে চাদর পেতে গল্প হয় না!!
কাজল রেখা চোখে আর টানা হয় না।
হবে হবে বলেও তোমার সাথে আমার দেখা হয় না।
আমাদের হবে হবে বলে কিছুই হয় না।
তারপরও বলবো চাওয়া পাওয়ার ইচ্ছে গুলো
মনের ভেলায় ভাসিয়ে নিয়ে যাক অন্যরকম ভালোলাগায়।

কবি সুনাইরা নাজিম, চট্রগ্রাম

সা /ইবিটাইমস/ এম আর