চরফ্যাসন (ভোলা)প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসন শশীভূষণ বাজারে অভিযান চালিয়ে ১০টি বিদেশী চায়না দুয়ারী জাল ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন।এ সময় মৎস্য সংরক্ষণ আইনে কারেন্ট জাল ব্যবসায়ী মোঃ আজিম কে ২হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
শনিবার (৪জুন) বিকেল ৫ টায় চরফ্যাসন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুল মতিন খান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভোলা কোষ্টগাার্ড দক্ষিণ জোন ও মেরিন পিসারিজ অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে চরফ্যাসন উপজেলার শশীভূষণ বাজারে কয়েকজন ব্যবসায়ী বিপুল পরিমান দেশী-বিদেশী অবৈধ জাল গুদাম ঘরে রেখে তা বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৫টায় শশীভূষণ বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ৩টি গুদাম থেকে ১০টি বিদেশী অবৈধ চায়না দুয়ারী জাল ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।এ সব অবৈধ গুদাম জাত করে রাখার অপরাধে মোঃ আজিম নামে এক ব্যবসায়ীকে মৎস্য সংরক্ষণ আইনে ২ হাজার টাকা অর্থদণ্ড করাহয়। পরে সন্ধ্যায় জব্দকৃত জাল গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
জামাল মোল্লা /ইবিটাইমস