ঝালকাঠিতে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে র‍্যালি আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য হচ্ছে “পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প”। জেলার প্রণী সম্পদ দপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ-উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক চত্বর থেকে র‍্যালি বের হয় এবং র‍্যালিটি শহর ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দুগ্ধ দিবস উপলক্ষে তিনটি ক্যাটাগরির প্রতিযোগিতায় ১৫ জন শিক্ষাথর্ীকে পুরষ্কারের চেক প্রদান করা হয়।

ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাহেব আলীর সভাপতিত্বে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবেকুন নাহার বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: হাফিজুর রহমান বক্তব্য রাখেন। ঝালকাঠি জেলায় চাহিদর তুলনায় ৮ হাজার ৪১২ মে. টন. ঘাটতি রয়েছে। ঝালকাঠি জেলায় ৬ লাখ ৯২ হাজার ৬৮০ টন দুগ্ধ গ্রহনকারী এবং চাহিদা ৬৩ হাজার ২০৭ মে. টন. । জেলায় ৪৫০টি দুগ্ধ খামার থেকে উৎপাদন হচ্ছে ৫৪ হাজার ৭৯৫ মে.টন। আলোচনা সভা শেষে দুগ্ধ দিবস উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় ১৫ জনকে পুরষ্কারের চেক প্রদান করা হয়।

বাধন রায়/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »