ভিয়েনা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

তবুও আছ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
  • ৭ সময় দেখুন

সুনাইরা নাজিম: তোমার অদৃশ্য প্রেম আমায় টানে, 

অনেক অব্যক্ত কথা জমা হয়।
এলোমেলো কথা কয়
না জানি পাছে হারাই তোমায়,
সংগোপনে জমা হয়।
সকল চিন্তার অন্তর্জালে
শুধু ই তুমিময় হয়ে রয়।
আবছা আলোর রেখায়
চলেছি নিশীতে
অন্তরে আছ তুমি।
কতকাল দাড়িয়ে আছি
বদ্ধ দুয়ারে।
জানে বিশ্বব্রহ্মান্ড,জানে অন্তর্যামি।
আদ্যপ্রান্তে তুমি।

কবি সুনাইরা নাজিম, চট্রগ্রাম 

সা/ইবিটাইমস/এম আর

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তবুও আছ

আপডেটের সময় ০৮:০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২

সুনাইরা নাজিম: তোমার অদৃশ্য প্রেম আমায় টানে, 

অনেক অব্যক্ত কথা জমা হয়।
এলোমেলো কথা কয়
না জানি পাছে হারাই তোমায়,
সংগোপনে জমা হয়।
সকল চিন্তার অন্তর্জালে
শুধু ই তুমিময় হয়ে রয়।
আবছা আলোর রেখায়
চলেছি নিশীতে
অন্তরে আছ তুমি।
কতকাল দাড়িয়ে আছি
বদ্ধ দুয়ারে।
জানে বিশ্বব্রহ্মান্ড,জানে অন্তর্যামি।
আদ্যপ্রান্তে তুমি।

কবি সুনাইরা নাজিম, চট্রগ্রাম 

সা/ইবিটাইমস/এম আর