ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে একটি ঘোড়াকে নৃশংসভাবে হত্যা করে ফেলে রাখা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে।
ঘোড়ার মালিক সিরাজুল ইসলাম সিরাজ শনিবার বেলা ১টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় চত্বর এলাকায় পা দুটি বাধা অবস্থায় মৃত ঘোড়াটিকে উদ্ধার করে এবং ঝালকাঠি সদর থানায় নিয়ে আসে। সিরাজের ধারণা,পুর্বচাদঁকাঠি এলাকার জনৈক নজরুল ইসলামের সাথে সিরাজের কথাকাটাকাটি হয় এবং সে ঘোড়ার বংশ শেষ করার হুমকি দেয়। সিরাজ পুলিশের কাছে অভিযোগ করেছে, নজরুল ইসলামই তার ঘোড়াটিকে হত্যা করে ফেলে রেখেছে।
ঘোড়াটির শরীরে পিটানো ও পায়ের রগ কাটাঁর চিহ্ন রয়েছে। সিরাজুল ইসলাম সিরাজের ৬টি ঘোড়া রয়েছে এবং মানুষের বিনোদনের জন্য তার একটি ঘোড়ার গাড়িও রয়েছে। সিরাজের ঘোড়া ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি পরিত্যাক্ত কোয়াটার্রের কাছে রাখা হতো এবং তার পাশেই অনতি দূরে নজরুল ইসলামের গবাদি পশু পালনের গোয়াল ঘর রয়েছে। প্রায়শই নজরুল ইসলাম তার গরুর রশি না পাওয়ার জন্য শিরাজকে দোষারোপ করত।
ঝালকঠি থানার পুলিশ সূত্রে জানানো হয়েছে তারা শিরাজের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবেন।
বাধন রায় /ইবিটাইমস