ভিয়েনা ১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দুঃশাসনের অবসানে সবাইকে জেগে ওঠার আহ্বান মির্জা ফখরুলের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
  • ১৭ সময় দেখুন

ঢাকা: বর্তমান সরকারের দুঃশাসনের অবসানে সবাইকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বুধবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশে কবি নজরুল ইসলাম এত বেশি প্রাসঙ্গিক যে, প্রায়ই তাঁর কথা মনে পড়ে, তাঁর কথা উচ্চারণ করতে ইচ্ছা করে। দুর্গম গিরি, কান্তার-মরু দুস্তর পারাপার—এটাই হচ্ছে মূলকথা। আজকে এই দুর্গম গিরি কান্তার মরু পার হতে হবে।’

ফখরুল বলেন, ‘দুঃশাসন, ফ্যাসিবাদ, অন্যায়-অত্যাচার-নির্যাতন আজ সমগ্র বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে। এখান থেকে বের হতে হবে। সবাইকে জেগে উঠে নিজেদেরকে মুক্ত করতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়া অন্তরীণ। তারেক রহমান দেশের বাইরে নির্বাসিত। গণতন্ত্রগামী ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা ঝুলছে। এই অবস্থার অবসান হতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা যারা রাজনীতি করছি, তাদেরকে বেশি করে নজরুল পড়া উচিত’। বলেন, ‘নজরুলকে যদি আমরা সঠিকভাবে পড়ি, বোঝার চেষ্টা করি, অনুধাবন করি, তাহলে আমরা আমাদের নিজেদেরকে জানতে পারব, চিনতে পারব। আমরা অন্যের কাছে মাথা নত করে থাকব না।’

গবেষকদের কবি নজরুল ইসলামের সাহিত্যের ওপর আরও গবেষণা করার অনুরোধ জানান বিএনপি মহাসচিব।

কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে ও হুমায়ুন কবির বেপারীর সঞ্চালনায় আলোচনা সভায় কবি মাহবুব হাসান, ফজলুল হক সৈকত, কবি জাকির আবু জাফর, রেজাবুদ্দৌলা চৌধুরী, শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দুঃশাসনের অবসানে সবাইকে জেগে ওঠার আহ্বান মির্জা ফখরুলের

আপডেটের সময় ০৬:২৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২

ঢাকা: বর্তমান সরকারের দুঃশাসনের অবসানে সবাইকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বুধবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশে কবি নজরুল ইসলাম এত বেশি প্রাসঙ্গিক যে, প্রায়ই তাঁর কথা মনে পড়ে, তাঁর কথা উচ্চারণ করতে ইচ্ছা করে। দুর্গম গিরি, কান্তার-মরু দুস্তর পারাপার—এটাই হচ্ছে মূলকথা। আজকে এই দুর্গম গিরি কান্তার মরু পার হতে হবে।’

ফখরুল বলেন, ‘দুঃশাসন, ফ্যাসিবাদ, অন্যায়-অত্যাচার-নির্যাতন আজ সমগ্র বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে। এখান থেকে বের হতে হবে। সবাইকে জেগে উঠে নিজেদেরকে মুক্ত করতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়া অন্তরীণ। তারেক রহমান দেশের বাইরে নির্বাসিত। গণতন্ত্রগামী ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা ঝুলছে। এই অবস্থার অবসান হতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা যারা রাজনীতি করছি, তাদেরকে বেশি করে নজরুল পড়া উচিত’। বলেন, ‘নজরুলকে যদি আমরা সঠিকভাবে পড়ি, বোঝার চেষ্টা করি, অনুধাবন করি, তাহলে আমরা আমাদের নিজেদেরকে জানতে পারব, চিনতে পারব। আমরা অন্যের কাছে মাথা নত করে থাকব না।’

গবেষকদের কবি নজরুল ইসলামের সাহিত্যের ওপর আরও গবেষণা করার অনুরোধ জানান বিএনপি মহাসচিব।

কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে ও হুমায়ুন কবির বেপারীর সঞ্চালনায় আলোচনা সভায় কবি মাহবুব হাসান, ফজলুল হক সৈকত, কবি জাকির আবু জাফর, রেজাবুদ্দৌলা চৌধুরী, শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ