পটুয়াখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন, শেষ দিনে রেকর্ড সংখ্যক প্রার্থীর মনোনয়ন দাখিল

পটুয়াখালী প্রতিনিধিঃ বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আগামী ১৫ জুন পটুয়াখালী জেলার ৮টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার ছিল এসব ইউনিয়নে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানযায়, শেষ দিনে অধিকাংশ প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। উৎসবমুখর পরিবেশ সুষ্ঠ নির্বাচনের আশায় সকল প্রার্থীদের চোখে মুখে ছিল উৎসবের আমেজ।

এদিকে নির্বাচন কালীন সার্বিক পরিবেশ ও নির্বাচনকে সুষ্ঠ করতে আগে ভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন অফিসার খালিদ বিন রউফ জানান, পটুয়াখালী সদর উপজেলার যে ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এতে চেয়রম্যান পদে মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে ইটবাড়িয়া ইউনিয়নে ৪ জন, জৈনকাঠী ইউনিয়নে ৭ জন, কালিকাপুর ইউনিয়নে ৬জন, লাউকাঠী ইউনিয়নে ৮ জন এবং মৌকরন ইউনিয়নে ৪ জন প্রর্থী মনোনয়ন দাখিল করেছেন।

এ ছাড়া ৫ ইউনিয়নে সাধারণ সদস্য(মেম্বর) পদে ২২১ জন এবং সংরক্ষিত সদস্য(মহিলা মেম্বর) পদে ৬৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। দীর্ঘ ১২ বছর পর পটুয়াখালী সদর উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন যাবত সীমানা জটিলতার কারেন নির্বাচন প্রক্রিয়া বন্ধ ছিল।

কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আবদুর রশিদ জানান, চেয়ারম্যান পদে মোট ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে ধুলারসর ইউনিয়নে ৮ জন এবং লতাচাপলি ইউনিয়নে ৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এছাড়া ধূলাসারে সাধারন সদস্য(মেম্বর) পদে ২৬ এবং সংরক্ষিত নারী (মহিলা মেম্বর) পদে ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। লতাচাপলিতে সাধারন সদস্য(মেম্বর) পদে ৪২ এবং সংরক্ষিত নারী (মহিলা মেম্বর) পদে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন

এ ছাড়া দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে এতে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত সদস্য (মহিলা মেম্বর) ১২ জন, সাধারণ সদস্য (মেম্বর) ২৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

আগামী ১৯ মে এসব মনোনয়ন পত্র যাছাই বাছাই, ২৬ মে মনোনয়ন পত্র প্রত্যাহার, ২৭ মে প্রতীক বরাদ্দ এবং ১৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আব্দুস সালাম আরিফ/ইবিটাইমস

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »