ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে কাজী শফিকুল ইসলাম শফিক এর রাইজিং ট্রেডার্স প্রতিষ্ঠানে তৃতীয় দফায় দুর্ধষ চুরি হয়েছে।
অজ্ঞাত চোর রাত ১২টা ৪৫ মিনিটের সময়(সিসি ক্যামেরার তথ্য) সাটারের তালা ভেঙ্গে এই প্রতিষ্ঠান থেকে গ্যাস ভর্তি ৮টি সিলিন্ডার, কম্পিউটার মনিটর, সাউন্ড সিস্টেম, ৩ হাজার টাকার মোবাইল রিসার্জ কার্ড, এমবি কার্ড ও মিনিট কার্ড নিয়ে যায়। এই ঘটনায় কাজী শফিকুল ইসলামের আনুমানিক ৭৫ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। গত দুই বছরে মধ্যে এই প্রতিষ্ঠানে এই চুরির ৩য় ঘটনা।
বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে তারা পর্যবেক্ষণ করে গেছেন। এই প্রতিষ্ঠানে থাকা সিসি ক্যামেরায় চোরের চুরির ঘটনা ধারণ করেন। তবে, চোক এক পর্যায়ে সিসি ক্যামেরাটি চোরের নজরে আসলে বন্ধ করে দেয়। পুলিশ সুপারের কাযালয়ের সামনে একই স্থানে গত ১০ মার্চ রিয়াদ স্টোরে চুরির ঘটনা ঘটেছে। ঝালকাঠিতে সম্প্রতিক সময়ে এই ধরণে চুরি প্রবণতা আশঙ্কা জনকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে, চুরি রোধে পুলিশে দৃশ্যমান কোন পদক্ষেপ পরিলক্ষিত হয়েছেনা।
একই সাথে শহরে কিছু ভাসমান চোর রাস্তাঘাট থেকে সাইকেল চুরি করে নিয়ে যায়। তবে, এই চুরি মুলত নেশা খোরদের কাজ বলে ধারণা করা হয়। মাহিদুল ইসলাম রাব্বি জানান তার ৩টি সাইকেল পর পর চুরি হয় এবং তার বন্ধুদের মধ্যে সেকান্দার আলীর ১টি, মোঃ সাব্বির হোসেন এর ১টি সোমবার সন্ধ্যায় রোনালস রোড থেকে চুরি হয় এবং সাইকেল চুরির ঘটনাগুলে একই সড়কে।
বাধন রায়/ ইবিটাইমস