ভিয়েনা ১১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে হামলায় বিএনপির প্রতিবাদ সমাবেশ পন্ড, আটক- ১, আহত ১৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
  • ১৭ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে দল ও জোটের নেতাদের বাড়ি-গাড়িতে হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে বিএনপির প্রতিবাদ সমাবেশ আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের হামলায় পন্ড হয়ে যাবার অভিযোগ পাওয়া গেছে। হামলায় বিএনপির ১৫ নেতাকর্মী আহত হয়। এ সময় জেলা স্বেচ্ছা সেবক দলের সহ-সভাপতি বাচ্চু হাসান খানকে আটক করে পুলিশ।

শনিবার বেলা ১১টায় শহরের জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশের শুরু করে। এ সময় আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএনপির সমাবেশস্থলে এসে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে বিএনপির ১৫ নেতাকর্মী আহত হয় বলে দাবী করেছে বিএনপি। এ সময় পুলিশ উভয় পক্ষকেই সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এতে পন্ড হয়ে যায় বিএনপির সমাবেশ।

ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন জানান, সম্প্রতি দল ও জোটের নেতাদের বাড়িতে-গাড়িতে হামলার প্রতিবাদে আজ শনিবার ঝালকাঠিতে জেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীরা আগে থেকেই ওই এলাকায় অবস্থান নেয়। প্রতিবাদ সমাবেশ শুরু করলে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের হামলায় তা পন্ড হয়ে যায়।

সমাবেশে অংশ নেয়া কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন জানান, আওয়ামী লীগ সারাদেশে হামলা মামলা করে আমাদের গণতান্ত্রিক আন্দোলনটুকুও করতে দিচ্ছেনা। তার প্রমান আজ ঝালকাঠিতেও তারা রেখেছে।

বাধন রায় /ইবিটাইমস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে হামলায় বিএনপির প্রতিবাদ সমাবেশ পন্ড, আটক- ১, আহত ১৫

আপডেটের সময় ০৮:২২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২

ঝালকাঠি প্রতিনিধিঃ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে দল ও জোটের নেতাদের বাড়ি-গাড়িতে হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে বিএনপির প্রতিবাদ সমাবেশ আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের হামলায় পন্ড হয়ে যাবার অভিযোগ পাওয়া গেছে। হামলায় বিএনপির ১৫ নেতাকর্মী আহত হয়। এ সময় জেলা স্বেচ্ছা সেবক দলের সহ-সভাপতি বাচ্চু হাসান খানকে আটক করে পুলিশ।

শনিবার বেলা ১১টায় শহরের জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশের শুরু করে। এ সময় আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএনপির সমাবেশস্থলে এসে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে বিএনপির ১৫ নেতাকর্মী আহত হয় বলে দাবী করেছে বিএনপি। এ সময় পুলিশ উভয় পক্ষকেই সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এতে পন্ড হয়ে যায় বিএনপির সমাবেশ।

ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন জানান, সম্প্রতি দল ও জোটের নেতাদের বাড়িতে-গাড়িতে হামলার প্রতিবাদে আজ শনিবার ঝালকাঠিতে জেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীরা আগে থেকেই ওই এলাকায় অবস্থান নেয়। প্রতিবাদ সমাবেশ শুরু করলে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের হামলায় তা পন্ড হয়ে যায়।

সমাবেশে অংশ নেয়া কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন জানান, আওয়ামী লীগ সারাদেশে হামলা মামলা করে আমাদের গণতান্ত্রিক আন্দোলনটুকুও করতে দিচ্ছেনা। তার প্রমান আজ ঝালকাঠিতেও তারা রেখেছে।

বাধন রায় /ইবিটাইমস