ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ধুম-ধাম করে শ্রীশ্রী সার্বজনীন শীতলা পূজাঁ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভোরে শহরের শীতলাখোলা মন্দির অঙ্গন থেকে বিভিন্ন কর্মসূচি শুরু হয়।
কর্মসূচির মধ্যে ছিল মন্দির থেকে দেবীর থালযাত্রা, দুপুরে দেবীর পূজাঁ অর্চনা। পুজাঁ শেষে নারীদের সিঁদুর খেলা ও প্রসাদ বিতরন। সন্ধ্যায় দেশবাসির শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা ও প্রদীপ প্রজ্জ্বলন। ঝালকাঠির শীতলাখোলা ও লোকনাথ সেবা সঙ্ঘ এর আয়োজন করেছে। হিন্দু সম্প্রদায়ের শত শত মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহন করেছে।
বাধন রায়/ইবিটাইমস