সুনাইরা নাজিম,সাহিত্য ডেস্কঃ
একদিন তোমার সাথে দেখা হবে আমার..
একদিন তোমার সাথে কথা হবে আমার..
এই অপেক্ষার প্রহর একদিন কেটে যাবে।
দুজন রবো একসাথে।
দিন যায় মাস যায় বছর চলে যায়,
তুমি আসবে বলে ভালবাসবে বলে,
নিজেকে গুছিয়ে রেখেছি তোমার করে।
মাঝে মাঝে তোমায় খুঁজি,
সব সময় তোমায় ভাবি।
তোমার মাঝে আমি আছি।
বিলীন হবার মিষ্টি সুখে।
কবি সুনাইরা নাজিম, চট্রগ্রাম
সা ডে/ইবিটাইমস/এম আর