ভিয়েনা ০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আগামী দিন বায়তুল মোকারম ভিয়েনার নতুন মসজিদে লাইলাতুল কদর ও খতমে তারাবীহ এর দোয়া মাহফিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
  • ৫১ সময় দেখুন

নিউজ ডেস্কঃ আলহামদুলিল্লাহ্‌, পবিত্র রমাদ্বানুল মোবারকে আমরা ভিয়েনা বাইতুল মোকাররম মসজিদে তারাবীহ এর নামাজের মাধ্যমে পবিত্র কোরআনুল ক্বারীম খতম এর মাধ্যমে শেষ হবে।

ইনশাআল্লাহ আগামীকাল ২৭ শে এপ্রিল ২০২২ বুধবার দিবাগত রাত অর্থাৎ রমজান মাসের শেষ দশকের বেজোড় ২৭ শে এর রাত বা লাইলাতুল কদরের রাতে খতমে তারাবীহ এর মুনাজাত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ইসলামী সেন্টার বাইতুল মোকাররম এর সভাপতি আক্তার হোসেন এবং সাধারন সম্পাদক আলী রেজা নুরু বলেন, লাইলাতুল কদর ও খতমে তারাবীহ এর দোয়ায় অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকলের প্রতি অনুরোধ করেন।

কার্যকরী কমিটির পক্ষ থেকে ইফতার ও সেহেরীর ব্যবস্থা থাকবে। বাসা থেকে ওযু করে আসলে ভাল হবে।

কোরআনুল ক্বারীম খতম এবং দোয়া মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশ ইসলামী সেন্টার বাইতুল মোকাররম এর ইমাম ও খতীব মুহাম্মদ গোলামুর রহমান আযহারী।

স্থানঃ

বাংলাদেশ ইসলামী সেন্টার বাইতুল মোকাররম
Schönbrunner Straße 137.
1050 Wien.

সালাতুল এশা এবং তারাবী রাত ১০টায় শুরু হবে। 

কবির আহমেদ/ ইবিটাইমস /এম আর

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আগামী দিন বায়তুল মোকারম ভিয়েনার নতুন মসজিদে লাইলাতুল কদর ও খতমে তারাবীহ এর দোয়া মাহফিল

আপডেটের সময় ১০:১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২

নিউজ ডেস্কঃ আলহামদুলিল্লাহ্‌, পবিত্র রমাদ্বানুল মোবারকে আমরা ভিয়েনা বাইতুল মোকাররম মসজিদে তারাবীহ এর নামাজের মাধ্যমে পবিত্র কোরআনুল ক্বারীম খতম এর মাধ্যমে শেষ হবে।

ইনশাআল্লাহ আগামীকাল ২৭ শে এপ্রিল ২০২২ বুধবার দিবাগত রাত অর্থাৎ রমজান মাসের শেষ দশকের বেজোড় ২৭ শে এর রাত বা লাইলাতুল কদরের রাতে খতমে তারাবীহ এর মুনাজাত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ইসলামী সেন্টার বাইতুল মোকাররম এর সভাপতি আক্তার হোসেন এবং সাধারন সম্পাদক আলী রেজা নুরু বলেন, লাইলাতুল কদর ও খতমে তারাবীহ এর দোয়ায় অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকলের প্রতি অনুরোধ করেন।

কার্যকরী কমিটির পক্ষ থেকে ইফতার ও সেহেরীর ব্যবস্থা থাকবে। বাসা থেকে ওযু করে আসলে ভাল হবে।

কোরআনুল ক্বারীম খতম এবং দোয়া মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশ ইসলামী সেন্টার বাইতুল মোকাররম এর ইমাম ও খতীব মুহাম্মদ গোলামুর রহমান আযহারী।

স্থানঃ

বাংলাদেশ ইসলামী সেন্টার বাইতুল মোকাররম
Schönbrunner Straße 137.
1050 Wien.

সালাতুল এশা এবং তারাবী রাত ১০টায় শুরু হবে। 

কবির আহমেদ/ ইবিটাইমস /এম আর