এই সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন মসজিদের সন্মানিত ইমাম সাহেবগণ উপস্থিত ছিলেন
ইউরোপ ডেস্কঃ গতকাল রবিবার (২৪ এপ্রিল) ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের তুর্কী কমিউনিটির রেদওয়ান মসজিদের অডিটোরিয়ামে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দের সাথে অস্ট্রিয়া বাংলাদেশ কালচারাল এন্ড সোস্যাল ফোরাম এক মত বিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ভিয়েনার বায়তুল মামুর ১০ মসজিদের ইমাম ও খতিব শায়খ মুহিউদ্দীন মাসুম। এই সংগঠনের সহ সভাপতি ও সুধী সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক শায়খ আব্দুস সাত্তারের উপস্থাপনায় মুখ্য আলোচনা উপস্থাপন করেন ভিয়েনাস্থ জাতিসংঘ অফিসে কর্মরত মুহাম্মদ আবু সাঈদ।
উপস্থাপিত মুখ্য আলোচনায় ভিয়েনাস্থ বাংলাদেশী কমিউনিটির দ্বীনি ও দুনিয়াবী উন্নয়নে এবং একটি কুরআনিক কমিউনিটি গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। এ ক্ষেত্রে আগামী দিনে বাংলাদেশী কমিউনিটির সকল মসজিদ, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠন গুলোকে কমিউনিটির কমন স্বার্থের জায়গায় একসাথে কাজ করার আহবান জানান।
বিশেষ করে আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা ও ক্যারিয়ার এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে সকলের সহযোগিতা চাওয়া হয়। সমাবেশে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের রোজাদার ভাইয়েরা অংশগ্রহণ করেন।
পরে উপস্থাপিত মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের উপড় সংক্ষিপ্ত আলোচনা ও মতামত পেশ করেন সর্বজনাব মহসিন মোল্লা, হাওলাদার আনোয়ার কামাল, মুহাম্মাদ দেলোয়ার হোসেন, আওলাদ হোসেন খান গগন, হেলাল উদ্দীন, রায়হান উদ্দিন, মাহেরুল হক শামীম, মাসুদুর রহমান, আক্তারুজ্জামান শিল্পী, ডক্টর নাজমুল আরেফিন রিকু, ডক্টর শরীফ প্রমুখ।
এছাড়াও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির তরুণ প্রজন্মের মধ্য থেকে রেজাউল মুহাম্মাদ রেজা এবং মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী তাদের মতামত ও কার্যক্রম তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে আমাদের কমিউনিটির অন্যতম হাফেজ মুহাম্মাদ আহমেদ কোরআন থেকে তেলাওয়াত করেন এবং হাফেজ মুশাহিদের কন্ঠে ইসলামী সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে রমজানের শিক্ষা ও তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন শায়খ আব্দুল মতিন আল আজহারী ও ডক্টর ফারুক আল মাদানী। পরে অনুষ্ঠানের সভাপতি শায়খ মুহিউদ্দীন মাসুমের সমাপনী বক্তব্য ও ডক্টর ফারুক আল মাদানীর দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয় এবং সবার জন্য ইফতার পরিবেশন করা হয়।
কবির আহমেদ/ইবিটাইমস