শরীফ আল-আমীন,তজুমদ্দিন (ভোলা): ভোলার তজুমদ্দিনে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভর্তুকিমূল্যে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়।
রবিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুলে উদ্ভোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, আ’লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা কৃষি অফিসার অপূর্ব লাল সরকার, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, কহিনুর বেগম শিলা, ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের মিয়া, শহিদুল্যাহ কিরণ, মেহেদি হাসান মিশু হাওলাদার, মোঃ রাসেল মিয়া, বিআরডিবির চেয়ারম্যান মোঃ আমিন মহাজনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। পরে ৭০% ভর্তুকিমূল্যে ৭ জন কৃষককে
৭টি কম্বাইন হারভেস্টার এবং ৮শ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৩০ কেজি করে সার এবং ৫ কেজি করে আউশ ধান বিতরণ করা হয়।
ভোলা/ইবিটাইমস