সরকার আবার পুরোনো খেলায় মেতে উঠেছে : বিএনপি মহাসচিব

ঢাকাঃ সরকার আবার মামলা-আটকের মতো পুরোনো খেলায় মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের পর দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার বিষয়টি তুলে ধরে এ অভিযোগ করেন মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন, ‘নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হেলমেটধারী প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার এবং প্রায় ২৪ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতার নাম উল্লেখ করে এক হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিএনপি মনে করে এ অবৈধ সরকার আবারও পুরোনো খেলায় মেতে উঠেছে।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘টানা দুদিনে সংঘর্ষ বন্ধ করতে না পারায় পুলিশের নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে যখন জনগণ দায়ী করছে, সে সময়ে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির নিরপরাধ নেতা-কর্মীদের ও অন্যদের বিরুদ্ধে মামলা করে পুলিশ নিজেদের ব্যর্থতা ও আওয়ামী সন্ত্রাসীদের আড়াল করার প্রচেষ্টা চালাচ্ছে।’

নিউ মার্কেটের সংঘর্ষের সঙ্গে ছাত্রলীগ জড়িত দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘গণমাধ্যমের প্রতিবেদনে সত্য উদ্‌ঘাটন হয়েছে যে, হামলাকারীরা ছাত্রলীগের সন্ত্রাসী। ভিডিও ফুটেজ থেকে অন্তত তিন জনকে চিহ্নিত করা হয়েছে, যাঁরা ঢাকা কলেজের ছাত্রলীগের সক্রিয় কর্মী। গণমাধ্যমের রিপোর্টে এটিও স্পষ্ট যে, প্রধানত চাঁদাবাজির কারণে এবং নিজেদের প্রভাব বিস্তারে ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের ভয়াবহ সন্ত্রাসীরা এ ঘটনার জন্য দায়ী।’

বিএনপির মহাসচিব বলেন, ‘শুধু এই ঘটনাই নয়, নিউ মার্কেটসহ পাশের এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে শাসক গোষ্ঠীর ছত্রছায়ায় ব্যাপক চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ সংঘটিত হচ্ছে। ছাত্রলীগ, যুবলীগ, পুলিশের সহায়তায় সেখানে অপরাধ জগৎ গড়ে তুলেছে।’

ঢাকা/ইবিটাইমস/এমএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »