ভিয়েনা ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা ও কয়েকটি প্রধান শহরের আজকের ইফতার ও আগামীকালের সেহরির শেষ সময়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
  • ১৬ সময় দেখুন

ইউরোপ ডেস্কঃ আজ শনিবার ২৩ এপ্রিল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ২২ তম রোজার ইফতারের সময় : ১৯:৫৬ মিনিট। (Ifter in Vienna at 19:56 p.m)

আগামীকাল রবিবার ২৪ এপ্রিল ভিয়েনায় ২৩ তম রোজার সেহরির শেষ সময় : রাত ৪:১০ মিনিট।

ভিয়েনার সাথে অস্ট্রিয়ার অন্যান্য কয়েকটি ফেডারেল রাজ্যের প্রধান শহরের সময়ের পার্থক্য নিম্নে উল্লেখ করা হল,
* Innsbruck (Tirol) + 20 Min.
* Salzburg + 13 Min.
* Villach (Kärnten) + 10 Min.
* Linz (OÖ) + 08 Min.
*Klagenfurt (Kärnten) + 08 Min.
* Graz (Steiermark) + 4 Min.
* St. Pölten (NÖ) + 3 Min.

আল কোরআনের বাণীঃ “শুনে রাখ, যা কিছু রয়েছে আসমানসমূহে ও যমীনে সবই আল্লাহর। শুনে রাখ, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তবে অনেকেই জানে না।” “তিনিই জীবন ও মরণ দান করেন এবং তাঁরই কাছে প্রত্যাবর্তন করতে হবে।” [সূরা ইউনুস,আয়াতঃ ৫৫ ও ৫৬]

আল হাদীসঃ রোজার পুরষ্কার স্বয়ং মহান আল্লাহ পাক নিজে দিবেন ! রাসূল মোহাম্মদ সাঃ বলেন, “মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয়, একটি নেকীর সওয়াব দশ গুণ থেকে সাতাশ গুণ পর্যন্ত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিন্তু রোজা আলাদা। কেননা তা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর বিনিময় প্রদান করব। বান্দা একমাত্র আমার জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে। [সহীহ মুসলিম, ১১৫১; মুসনাদে আহমদ, ৯৭১৪; সুনানে ইবনে মাজাহ, ১৬৩৮]

কবির আহমেদ /ইবিটাইমস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা ও কয়েকটি প্রধান শহরের আজকের ইফতার ও আগামীকালের সেহরির শেষ সময়

আপডেটের সময় ০২:৪৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২

ইউরোপ ডেস্কঃ আজ শনিবার ২৩ এপ্রিল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ২২ তম রোজার ইফতারের সময় : ১৯:৫৬ মিনিট। (Ifter in Vienna at 19:56 p.m)

আগামীকাল রবিবার ২৪ এপ্রিল ভিয়েনায় ২৩ তম রোজার সেহরির শেষ সময় : রাত ৪:১০ মিনিট।

ভিয়েনার সাথে অস্ট্রিয়ার অন্যান্য কয়েকটি ফেডারেল রাজ্যের প্রধান শহরের সময়ের পার্থক্য নিম্নে উল্লেখ করা হল,
* Innsbruck (Tirol) + 20 Min.
* Salzburg + 13 Min.
* Villach (Kärnten) + 10 Min.
* Linz (OÖ) + 08 Min.
*Klagenfurt (Kärnten) + 08 Min.
* Graz (Steiermark) + 4 Min.
* St. Pölten (NÖ) + 3 Min.

আল কোরআনের বাণীঃ “শুনে রাখ, যা কিছু রয়েছে আসমানসমূহে ও যমীনে সবই আল্লাহর। শুনে রাখ, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তবে অনেকেই জানে না।” “তিনিই জীবন ও মরণ দান করেন এবং তাঁরই কাছে প্রত্যাবর্তন করতে হবে।” [সূরা ইউনুস,আয়াতঃ ৫৫ ও ৫৬]

আল হাদীসঃ রোজার পুরষ্কার স্বয়ং মহান আল্লাহ পাক নিজে দিবেন ! রাসূল মোহাম্মদ সাঃ বলেন, “মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয়, একটি নেকীর সওয়াব দশ গুণ থেকে সাতাশ গুণ পর্যন্ত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিন্তু রোজা আলাদা। কেননা তা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর বিনিময় প্রদান করব। বান্দা একমাত্র আমার জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে। [সহীহ মুসলিম, ১১৫১; মুসনাদে আহমদ, ৯৭১৪; সুনানে ইবনে মাজাহ, ১৬৩৮]

কবির আহমেদ /ইবিটাইমস