অস্ট্রিয়ায় করোনার মৃত্যুর সংখ্যা ঊর্ধ্বমুখী সংশোধন করেছে স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রণালয়
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে,অস্ট্রিয়ার উপরোক্ত মন্ত্রণালয়গুলো আবারও করোনায় মৃত্যুর সংখ্যা ঊর্ধ্বমুখী সংশোধন করেছে। শুক্রবার সকাল ৯:৩০ পর্যন্ত প্রায় ১,০০০ জনের করোনায় মৃত্যুর সংখ্যার নতুন নিবন্ধন করা হয়েছে।
এপিএ আরও জানান,গত বছর অস্ট্রিয়ার বিভিন্ন রাজ্যে যান্ত্রিক ত্রুটির কারনে ৯৫৯ জনের করোনায় মৃত্যুবরণ নিবন্ধন থেকে বাদ পড়েছিল।
অস্ট্রিয়ার স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিদিনের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রামিত শনাক্ত হয়েছেন ৮,১৫৫ জন। গত সাত দিনের গড় সংক্রমণ ৭,৯৫৭ জন। অস্ট্রিয়ায় গত সাত দিনে প্রতি এক লাখ জনপদে আক্রান্ত ৬২০ জন।
অস্ট্রিয়ার এজেন্সি ফর হেলথ অ্যান্ড ফুড সিকিউরিটি (AGES) ড্যাশবোর্ডের থেকে মোট মৃত্যুর সংখ্যা ভিন্ন। শুক্রবার বিকেলে ইতিমধ্যে সেখানে ১৯,৪০২ জন মৃত্যুর খবর পাওয়া গেছে,ফলে আরও বৃদ্ধি পেয়েছে ১,৩৮৬ জন।
অস্ট্রিয়ায় আজ নতুন করে সংক্রামিত শনাক্ত হয়েছেন ৮,১৫৫ জন। মৃত্যুর সংখ্যার জটিলতার জন্য আজকের মৃত্যু সংখ্যা নিবন্ধন প্রকাশ করা হয় নি। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ২,০৫৪ জন।
অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ২,১২১ জন, OÖ রাজ্যে ১,২৩৪ জন, Steiermark রাজ্যে ৭৬৯ জন, Kärnten রাজ্যে ৬৪৫ জন, Burgenland রাজ্যে ৩৭৬ জন, Salzburg রাজ্যে ৩৬১ জন, Tirol রাজ্যে ৩৬০ জন এবং Vorarlberg রাজ্যে ২৩৫ জন নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে আজ সমগ্র অস্ট্রিয়ায় করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ১৫০ জন এবং করোনার প্রতিষেধক টিকার বুস্টার ডোজ গ্রহণ করেছেন ৩,০৮৮ জন।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা
৪০,৯২,৫১৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৮,০১৬ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৩৯,৬৭,৮১০ জন। বর্তমানে করোনার সক্রিয়
রোগীর সংখ্যা ১,০৬,৬৮৭ জন। এর মধ্যে আইসিইউতে
আছেন ১২৭ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,৬২৭ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
কবির আহমেদ/ইবিটাইমস