শহিদুল ইসলাম জামাল, চরফ্যাসন ( ভোলা): ভোলার চরফ্যাসনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫টি কলেজের অধ্যায়নরত প্রায় ২ হাজার শিক্ষার্থীদের মাঝে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির পক্ষে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। বুধবার স্ব- স্ব কলেজ কর্তৃপক্ষের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে এসব ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়।
জানা যায়, চরফ্যাসন উপজেলার দুলারহাট নীলিমা জ্যাকব কলেজ,দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ, শশীভূষণ বেগম রহিমা ইসলাম কলেজ, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ ও চেয়ারম্যান বাজার অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজসহ উপজেলার ৫টি কলেজের এইচ এসসি ১ম ও দ্বিতীয় বর্ষের, ডিগ্রী ও অর্নাসের অধ্যয়নরত প্রায় ২ হাজার শিক্ষার্থীদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির দেয়া ঈদ শুভেচ্ছা উপহার বিতরন করেছেন কলেজ কর্তৃপক্ষ।
বুধবার প্রত্যেক কলেজের হল রুমে গর্ভনিং বডির সভাপতি ও কলেজের অধ্যক্ষরগণ উপস্থিত থেকে এসব ঈদ উপহার সামগ্রী বিতরন করেছেন।
এসময় কলেজে কর্মরত শিক্ষক ও শিক্ষার্থী এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ঈদ উপহার পেয়ে শিক্ষার্থীরা জানান, এই সর্বপ্রথম কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীরা শিক্ষানুরাগী জনবান্ধব নেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির পক্ষ থেকে দেয়া ঈদ উপহার পেয়ে আমরা উচ্ছাসিত,আনন্দিত হয়ে এমপি জ্যাকবের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞাতা প্রকাশ করেছেন এই শিক্ষার্থীরা।
ভোলা/ইবিটাইমস