শহিদুল ইসলাম জামাল, চরফ্যাসন ( ভোলা): ভোলার চরফ্যাসনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ও সদস্য নবায়ন,সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। সোমবার বিকেলে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় ডাকবাংলো চত্তরে আনুষ্ঠানিক ভাবে সদস্য নবায়ন,সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল করা হয়েছে।
এসময় এমপি জ্যাকব প্রধান অতিথির বক্তব্যে বলেন,বিএনপির ক্ষমতা আমলে এদেশ ছিলো দূর্নীতিতে চ্যাম্পিয়ন। হাওয়া ভবনে বিএনপি নেতারা করতো দূর্নীতি আর জেলা ও উপজেলায় পর্যায়ে চালাতো আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন মামলা ও হামলা।
তিনি আরোও বলেন, বিএনপি আমলে আমাকে ২৭টি মিথ্যা মামলায় দিয়ে জেলে পাঠিয়েছে। এসব মিথ্যা মামলায় আমি দিনের পর দিন কারাভোগ করেছি।
আওয়ামী লীগ সরকারের ক্ষমতার আমলের সাড়ে ১৩ বছরের সারাদেশে যে পরিমান উন্নয়ন হয়েছে বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।
চরফ্যাসনের উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি আরো ও বলেন, বিএনপির সাবেক প্রধানমন্ত্রী একটি কলেজ সরকারী করার ওয়াদা দিয়েও তা বাস্তবায়ন করতে পারেনি। আওয়ামী লীগ ক্ষমতার আমলে আমি নতুন একাডেমিক ভবনসহ ৫টি কলেজ প্রতিষ্ঠা করেছি। এর মধ্যে প্রধান মন্ত্রীর একান্ত সহযোগিতায় ৩টি কলেজকে এমপিও ভুক্ত করা হয়েছে। এবছরে চরফ্যাসন ও মনপুরায় আরোও দুটি কলেজ এমপিও ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এসময়ে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, নীলকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হাওলাদার প্রমুখ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন মহাজন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আহাম্মদ উল্লাহসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সম্পাদক ও ইউপি চেয়ারম্যানরাসহ সাংবাদিক প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আয়োজিত বর্ধিত সভা ও সদস্য নবায়ন,সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ আয়োজিত ইফতার দোয়া মাহফিলে সবাই অংশগ্রহন করেন।
ভোলা /ইবিটাইমস