স্বাধীনতা অর্জনের পথে ১৭ এপ্রিল ঐতিহাসিক স্মৃতিবিজড়িত দিন- এমপি শাওন

জাহিদ দুলাল, লালমোহন  (ভোলা) প্রতিনিধি: ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালে বাংলাদেশ নামের রাস্ট্রের স্বাধীনতা অর্জনের পথে ১৭ এপ্রিল এক ঐতিহাসিক স্মৃতিবিজড়িত দিন। বাংলাদেশের স্বাধীন সরকারের শপথ নেবার দিন, স্বাধীনতার ঘোষণা পাঠের দিন। এর আগে একই বছরের ১০ এপ্রিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠিত হয়। পরের দিন ১১ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ দেশবাসীর উদ্দেশে বেতার ভাষণ দেন। এর ধারাবাহিকতায় ১৭ এপ্রিল মেহেরপুর জেলার মুজিনগরের বৈদ্যনাথতলার আ¤্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।

রোববার বিকালে ভোলার লালমোহনে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে এসময় অন্যান্যদের  মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল ও ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।

অন্যদিকে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২২ উপলক্ষে লালমোহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরা’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাসুমা খানমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

সভায় পাকিস্তানের শোষণ, জুলুম, অত্যচার ও পরাধীনতার শিকল ভেঙে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টিতে ও মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের অবিস্মরণীয় ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা।

ভোলা/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »