গ্রিস থেকে নিজস্ব প্রতিনিধিঃ গ্রিক বাংলা প্রেস ক্লাবের আয়োজনে জনপ্রিয় প্রভাবশালী দুটি প্রকাশিত অনলাইন পত্রিকা bdnewseu24.com ও athansbd24.com মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।
মঙ্গলবার রাতে রাজধানী এথেন্সে একটি বাংলাদেশি রেস্টুরেন্টে উভয় পত্রিকার প্রতিনিধি হিসেবে বিডিনিউজ এর পক্ষে প্রধান সমন্বয়ক কামরুজ্জামান ভূঁইয়া ডালিম ও এথেন্স বিডি র পক্ষে মোহাম্মদ অলিউর রহমান রাফি চুক্তিতে স্বাক্ষর করেন।
গ্রিক বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ অলিউল রাফিকে প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও স্বাগত জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্ৰিক বাংলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম ,পরিচালনা করেন গ্রিক বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, সঞ্চালনা করেন এস এ টিভির গ্ৰিস প্রতিনিধি কামরুজ্জামান ভূঁইয়া ডালিম ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের সভাপতি ও গ্রিক বাংলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা হাজী আব্দুল কুদ্দুস, অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপদেষ্টা আব্দুর রহিম মোল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বয় আলম মাহমুদ ,শিমুল শওকত, সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান, জহিরুল ইসলাম ,আমিনুর রহমান অপু, মোহাম্মদ ইসমাইল সহ অনেকে।
গ্রিক বাংলা প্রেসক্লাবের মর্যাদা সম্মনিত রাখা বিষয়ে সবাই একমত পোষণ করে এবং আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
গ্রি নি প্র /ইবিটাইমস