ঢাকা: দেশ পরিচালনায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রমজানেও শান্তিতে-স্বস্তিতে দিন কাটানো সম্ভব হচ্ছে না। প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে। সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে, অর্থনীতিকে সচল রাখতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
রোববার রাজধানীর লেডিস ক্লাবে ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রত্যেকটি জিনিসের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির পর দল ও জনগণের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে। কিন্তু সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি। এলপিজি গ্যাসের দাম আবারও বেড়েছে। তারা দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান।
ঢাকা/ইবিটাইমস/এমএন