সৌদি আরবের সুপ্রিম কোর্ট আজ শুক্রবার ২ এপ্রিল সন্ধ্যায় এক বিশেষ বৈঠকের পর আগামীকাল শনিবার ২ এপ্রিল থেকে রমজান মাস ঘোষণা করেছেন
ইউরোপ ডেস্কঃ সৌদি আরবের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় সৌদি আরবের বিভিন্ন স্থান থেকে খালি চোখেই অনেকেই পবিত্র রমজান মাসের চাঁদ দেখেছেন বলে জানিয়েছেন।ফলে এই বছর শাবান মাস ২৯ দিনেই শেষ হল।
মধ্যপ্রাচ্যের জনপ্রিয় সংবাদ মাধ্যম আরব নিউজ জানান,২০১৯ সালের পর এই প্রথম বছর সৌদি আরবে করোনাভাইরাসের কোন রকম বিধিনিষেধ ছাড়াই রমজান পালন করা হবে।
এদিকে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সুপ্রিম কোর্ট দুই পবিত্র মসজিদের রক্ষক বাদশাহ সালমান, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, রাজ্যের সমস্ত নাগরিক এবং বাসিন্দা এবং সমস্ত মুসলমানকে পবিত্র মাসে অভিনন্দন জানিয়েছেন।
সৌদি আরব আগামীকাল থেকে পবিত্র রমজান মাস শুরু করার ঘোষণার সাথে সাথেই অস্ট্রিয়ার মুসলিম কমিউনিটির (IGGÖ) প্রেসিডেন্ট উমিত ভূরাল এক ভিডিও বার্তায় অস্ট্রিয়ায় বসবাসকারী সকল মুসলমানকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মসজিদে আজ থেকে খতম তারাবীর নামাজ শুরু করার ঘোষণা দিয়েছেন।ভিয়েনার ৫ নাম্বার ডিস্ট্রিক্টের বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররম। এই মসজিদে তারাবীর নামাজ পড়াবেন মসজিদের ইমাম ও খতিব শাইখ গুলামুর রহমান। মসজিদ কমিটির সভাপতি আকতার হোসেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন এবং মসজিদে ইফতার ও তারাবীহ নামাজে অংশগ্রহণের নিমন্ত্রণ জানিয়েছেন।ইউরো বাংলা টাইমসের ভিয়েনা প্রতিনিধির সাথে এক সাক্ষাৎকারে সভাপতি জানান, মসজিদে হালকা ইফতারের ব্যবস্থা থাকবে। কেহ যদি ইফতার দিতে চান, তাহলে তা সানন্দে গ্রহণ করা হবে।এই মসজিদে খতম তারাবীর নামাজ শুরু হবে এশার আজান দেয়ার ৫ মি পর বলে জানান শাইখ গুলামুর রহমান।
ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদ।অস্ট্রিয়া বাংলাদেশ মুসলিম কমিউনিটির সিনিয়র ইমাম ড.ফারুক আল মাদানী ১০ নাম্বার ডিস্ট্রিক্টের এই মসজিদে অন্যান্য হুজুরের সাথে মাঝে মধ্যে খতবে তারাবীর নামাজ পড়াবেন বলে জানা গেছে।ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের এই বায়তুল মামুর মসজিদে নিয়মিত খতম তারাবীহ নামাজে থাকছেন শাইখ মুহিউদ্দীন মাসুম এবং হাফেজ জাহিদ আহমেদ।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে খতমে তারাবীর নামাজ পড়াবেন শাইখ মুমিনুল ইসলাম এবং হাফেজ মোসাহিদ।বরাবরের মতই আমাদের অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সিটিজেন ও মসজিদের সভাপতি মহসিন মোল্লা অস্ট্রিয়া বাংলাদেশ মুসলিম কমিউনিটির সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সকলকে ইফতার ও তারাবীহ নামাজে অংশগ্রহণেরও নিমন্ত্রণ
জানিয়েছেন।
আমরা ইউরো বাংলা টাইমস পরিবারের পক্ষ থেকে আমাদের সকল শুভাকান্খিদের জানাই পবিত্র রমজান মাসের অভিনন্দন ও শুভেচ্ছা।
কবির আহমেদ/ ইবিটাইমস