ভিয়েনা ০৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বপ্ন ভান্ডার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
  • ১৯ সময় দেখুন

 সুনাইরা নাজিম: ওপরে ওঠার সিঁড়িটা কোথায়?

খুঁজতে খুঁজতে ঘামি।

সামনে যাবার রাস্তা কোথায়?

ভাবতে ভাবতে থামি।

সতেজ গন্ধ মিলবে কোথায়?

কেবল খুঁজছি আমি-

বাঁচার ছন্দ খুঁজে খুঁজে নিতে হবো কার অনুগামী?

খোলা আকাশের হাতটা কোথায়?

ধরতে বাইরে নামি।

হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে হতে চাই দূরগামী।

ভাবছি কীভাবে খুলবো দু’হাতে স্বপ্নের রাঙা খাম,

আলোর ঠিকানা পেয়ে যাই যদি–

বই হাতে রাখি দামি।

অ/ইবিটাইমস/এম আর

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্বপ্ন ভান্ডার

আপডেটের সময় ১০:০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২

 সুনাইরা নাজিম: ওপরে ওঠার সিঁড়িটা কোথায়?

খুঁজতে খুঁজতে ঘামি।

সামনে যাবার রাস্তা কোথায়?

ভাবতে ভাবতে থামি।

সতেজ গন্ধ মিলবে কোথায়?

কেবল খুঁজছি আমি-

বাঁচার ছন্দ খুঁজে খুঁজে নিতে হবো কার অনুগামী?

খোলা আকাশের হাতটা কোথায়?

ধরতে বাইরে নামি।

হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে হতে চাই দূরগামী।

ভাবছি কীভাবে খুলবো দু’হাতে স্বপ্নের রাঙা খাম,

আলোর ঠিকানা পেয়ে যাই যদি–

বই হাতে রাখি দামি।

অ/ইবিটাইমস/এম আর