ভিয়েনা ০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
  • ১৮ সময় দেখুন
ইলা বিশ্বাস: পূবালী বাতাসে পাল তুলে দিয়ে  
বৈঠা হাতে মাঝি,
রক্তের সাগর পাড়ি দিয়ে
স্বাধীনতা এনেছে আজি।
বজ্রকন্ঠে তর্জনী তুলে
মঞ্চে দাঁড়িয়ে ঘোষক,
ফোটালো ফুল বাংলার বাগে
শিমুল পলাশ আশোক।
দামাল ছেলেরা ছেড়ে মায়ের কোল
মুখে মুখে সবার জয়বাংলা বোল,
বুকের তাজা রক্ত দিয়েছে
দিয়েছে নিজের প্রান,
রক্ষা করেছে দেশের মাটি
বাংলা মায়ের মান।
স্বাধীনতা এসেছে শাপলা ফুটেছে
গাইছে দোয়েল সুরে,
শহীদ হয়েছো তোমরা যারা
আছো সারা বাংলা জুড়ে।
আমরা যারা স্বাধীন দেশে
আছি স্বাধীনতার স্বাদে,
আমাদের মণ তোমাদের তরে
সদা সর্বদায়ই কাঁদে।
তোমরা যারা জীবন দিলে
মোদের সুখের লাগি,
তোমাদের আত্মা শান্তিতে থাক
এই দোয়টাই মাগী।
বি/ইবিটাইমস
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্বাধীনতা

আপডেটের সময় ০৩:১৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
ইলা বিশ্বাস: পূবালী বাতাসে পাল তুলে দিয়ে  
বৈঠা হাতে মাঝি,
রক্তের সাগর পাড়ি দিয়ে
স্বাধীনতা এনেছে আজি।
বজ্রকন্ঠে তর্জনী তুলে
মঞ্চে দাঁড়িয়ে ঘোষক,
ফোটালো ফুল বাংলার বাগে
শিমুল পলাশ আশোক।
দামাল ছেলেরা ছেড়ে মায়ের কোল
মুখে মুখে সবার জয়বাংলা বোল,
বুকের তাজা রক্ত দিয়েছে
দিয়েছে নিজের প্রান,
রক্ষা করেছে দেশের মাটি
বাংলা মায়ের মান।
স্বাধীনতা এসেছে শাপলা ফুটেছে
গাইছে দোয়েল সুরে,
শহীদ হয়েছো তোমরা যারা
আছো সারা বাংলা জুড়ে।
আমরা যারা স্বাধীন দেশে
আছি স্বাধীনতার স্বাদে,
আমাদের মণ তোমাদের তরে
সদা সর্বদায়ই কাঁদে।
তোমরা যারা জীবন দিলে
মোদের সুখের লাগি,
তোমাদের আত্মা শান্তিতে থাক
এই দোয়টাই মাগী।
বি/ইবিটাইমস