প্রস্তাবিত সংবাদ জাদুঘরের মুখপত্র সংগ্রহ বার্তা অনলাইনে ইস্যুভিত্তিক সংবাদ সংগ্রহ চলছে

নিউজ ডেস্কঃ প্রতিবছরের ন্যায় এ বছরেও এনএনসি কর্তৃক সংবাদ মেলার প্রস্তুতি চলছে। দেশের ৩ সহস্রাধিক সংবাদ পত্র প্রদর্শনীর পাশাপাশি ইস্যুভিত্তিক সংবাদ যা সংগ্রহ বার্তা অনলাইনের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে; তা সংবাদ মেলায় প্রদর্শন করা হবে। সর্বোচ্চ সংখ্যক প্রতিবেদন/ সংবাদ জমাদানকারিদের হাতে নগদ অর্থসহ এনএনসি অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা করেছে জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি (National News Collection Foundation)

সংবাদচিত্রে জাতীয় ক্রমোন্নতি প্রদর্শনের লক্ষ্যে সাংবাদিকদের কাছ থেকে ইস্যুভিত্তিক সংবাদ সংগ্রহ চলছে যেসব সংবাদ প্রস্তাবিত সংবাদ জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শন করা হবে। পুরস্কৃত করা হবে সেরা সাংবাদিকদের সাথে সেরা জেলা ও সেরা সংবাদ মাধ্যমকে।

কিভাবে সেরাদের বাছাই করা হবে? এপ্রশ্নের জবাবে সংগ্রহ বার্তার সম্পাদক ও সংবাদ জাদুঘরের রূপকার মাসুম বিল্লাহ বলেন, সংবাদ মেলায় সকলের সামনে সারা বছরের ইস্যুভিত্তিক সংবাদ যখন প্রদর্শিত হবে তখন যে সাংবাদিকের সংবাদ সংখ্যায় বেশি সে বর্ষসেরা সাংবাদিক হিসেবে স্বীকৃতি পাবেন। যেই জেলায় অপরাধের সংখ্যা সর্বনিম্নে সংবাদচিত্রে উঠে আসবে সেই জেলা সে বছরের সেরা জেলা হিসেবে গণ্য হবে। আর এনএনসির ৭টি বিষয়ভিত্তিক সংবাদ সংগ্রহে যেই গণমাধ্যম সর্বোচ্চ সংখ্যায় প্রকাশিত হবে সেই মিডিয়া বর্ষসেরা গণমাধ্যম হিসেবে এনএনসি অ্যাওয়ার্ড জাতীয় সম্মাননা পুরস্কারপ্রাপ্ত হবে।

জাতীয় টেকসই উন্নয়নে সততা, সচ্ছতা ও জবাবদিহিতার বিকল্প নেই বলে আলহাজ্ব মাসুম বিল্লাহ বলেন, ২০১০ সালে সংগ্রহ বার্তার ডিক্লারেশন নিয়ে ও ২০০৯ সালে জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি প্রতিষ্ঠার মাধ্যমে সংবাদ জাদুঘরের প্রয়োজনীয়তা জাতির সামনে তুলে ধরার জন্যই সংবাদ মেলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন অধিদপ্তর ও আর্কাইভ থাকার পরেও  সংবাদ জাদুঘর প্রতিষ্ঠার প্রয়োজন মনে করছেন কেন? এমন প্রশ্নের জবাবে মাসুম বিল্লাহ জানান, সরকারী কার্যক্রমের পাশাপাশি বেসরকারিভাবে সাংবাদিকদের কর্মমূল্যায়নে নিজেরা নিজেদের হালচাল নজরদারিতে ও কর্মতৎপরতায় এগিয়ে যেতেই সংবাদ জাদুঘরের প্রয়োজনীয়তা অপরিসীম। তিনি আরো বলেন, প্রত্যেক সংবাদ মাধ্যমের মালিকদের জন্য সংবাদ জাদুঘরের আজীবন সদস্যপদ সংরক্ষিত থাকবে।

দীর্ঘ গবেষণার ফসল হিসেবে প্রস্তাবিত সংবাদ জাদুঘর পরিচালনা পদ্ধতির বিষয়ে মাসুম বিল্লাহ বলেন, প্রতিবছর সংবাদ মেলার মঞ্চে ঘোষিত ও এনএনসি অ্যওয়ার্ডপ্রাপ্ত সেরা জেলা প্রেসক্লাব কর্তৃক ১ বছরের জন্য সংবাদ জাদুঘর পরিচালনার দায়িত্ব বুঝে নিবেন। এই পদ্ধতিতে সংবাদ জাদুঘর পরিচালিত হলে বিনা সংঘাতে শান্তিপূর্ণভাবে ৬৪ জেলার সাংবাদিকরা ৬৪ বছর সংবাদ জাদুঘরের সুষ্ঠু পরিচালনা করতে পারবেন। গড়তে পারবেন তাদের আপন জেলাকে সেরা জেলা হিসেবে। এভাবে ৬৪ জেলার দেশটি হবে অপরাধমুক্ত একটি সোনার বাংলাদেশ। আর যা চেয়েছিলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

নি ডে /ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »