ঝালকাঠিতে কানাডা প্রবাসীর আমাদের স্কুল ও পাঠাগার পরিদর্শন 

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির শ্রীমন্তকাঠী বাজারে আমাদের স্কুল ও পাঠাগার নামে একটি সমাজ কল্যাণমূলক স্বেচ্ছাসেবি সংগঠন পরিদর্শন করেছেন কানাডা প্রবাসী শিপ্রা রায়।

তিনি ও তার ছেলে, মেয়ে, জামাতা ও পুত্রবধুসহ গোটা পরিবারটি কানাডা প্রবাসী। এই সংগঠনটিতে কী ধরণের সহযোগিতা করা যায় বাংলাদেশে বেড়াতে আসা শিপ্রা রায় এর ছেলে ক্ষমা সুন্দরের অনুরোধে তিনি ঝালকাঠি এসে সংগঠনটি সরোজমিন পরিদর্শন করেছেন। তিনি এলাকাটিও ঘুরে দেখেন এবং সংগঠনের কার্যক্রমের বিষয় সন্তোষ প্রকাশ করেন।

২০০৭ সালে এই এলাকার শিক্ষা বিস্তারের জন্য সংগঠনটি স্থাপিত হয়। বাজারে নিজস্ব পাঠাগার স্থাপণ করা হয়। প্রতি শুক্রবার মাধ্যমিক স্তরের ছেলে মেয়ে বই পড়তে আসেন এবং পাঠাগার থেকেও পছন্দের বই পড়ার জন্য বাড়ীতে নিয়ে যেতে পারেন। নির্ধারিত সময়ের মধ্যে বই পড়া শেষে করে পাঠাগারে ফেরত দিতে হয়।

বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে এই পাঠাগারকে সহায়তা করার জন্য ১০০ করে বই এক মাসের জন্য সরবরাহ করা হয়। বিশ্ব সাহিত্য কেন্দ্র সেই বই তুলে নিয়ে অন্য ধারার বই সরবরাহর ধারাবাহিকতা বজায় রেখেছে। দাতাদের অর্থায়নে মেধাবি ও গরিব শিক্ষার্থীদের (৬ষ্ঠ-১০ম) মাসিক ৬শ টাকা থেকে ১হাজার টাকা পর্যন্ত বৃত্তি প্রধান করা হয়। বৃত্তি প্রাপ্তদের বার্ষিক এককালীন অর্থ আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়। বৃত্তি কার্যক্রমের বাহিরেও শেখের হাট ইউনিয়নের ১৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জ্ঞান জিজ্ঞাসামূলক কুইজ প্রতিযোগীতা এবং বই মেলার আয়োজন করা হয়। এলাকার বাসিন্দা উচ্চ শিক্ষায় অধ্যায়নরত এই এলাকার শিক্ষার্থীরা স্বেচ্ছা শ্রমের ভিত্তিত্বে এবং এলাকার শিক্ষকরাও এই সংগঠনের সাধ্যমত কাজ করেন।

শনিবার শিপ্রা রায় তার নিকট আত্মিয়সহ সংগঠনটি পরিদর্শনকালে ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায়, শিক্ষক চিন্ময়ী চৈতি, সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ আমাদের স্কুল ও পাঠাগারে অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাধন রায় /ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »