সুনাইরা নাজিমঃ আমি বললাম মেঘ বালক !
তুমি বললে জলরাশি..
আমি বললাম পাহাড়।
তুমি বললে জঙ্গলে বাস !
আমি বললাম বিষবৃক্ষ
তুমি বললে অমৃত
আমি বললাম বেশি বাড়াবাড়ি
তুমি বললে নাতো এতো মিতালী
আমি বললাম অপারগতা?
তুমি বললে শেষ ?
আমি বললাম কই নাতো?
তুমি বললে আর পারি নাতো…
আমি বললাম এত ছোট সময়…
তুমি বললে গোধূলি লগ্ন!!
আমি বললাম শেষ হয়েও হইলো না শেষ।
এতো ছোট্ট সময়ের রঙিন সময়।
কবি সুনাইরা নাজিম, চিটাগাং
অ /ইবিটাইমস/ এম আর