ভিয়েনা ০৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

না বলা কথা মালা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
  • ১৯ সময় দেখুন

 সুনাইরা নাজিম:
বলবো না – বলবো না ভাবি
যতই ভাবি ততই কথার পাহাড়।
সে সব না বলতে পারা কথা
খন্ড খন্ড হয়ে পথ আগলে দাঁড়ায়।
প্রশ্ন করে?????????
না বলতে পারার কথা,
কাউকে পেয়েছ কি????
আমি বাক্য হারা –!!!!
সবুজ ময়দানে হারিয়েছে সবুজ।
একাকী বিষন্ন মন সাথী খোঁজে।
কত শব্দ -কতকথা চারপাশে
আমার না বলতে পারা কথা!!
লুকাই বুকের ভেতর গহীন অরণ্যে
কথার তীর ছুটে চলে ।
লক্ষ্য ভেদ করতে গিয়ে
শব্দহীন কথাগুলো মুখ থুবড়ে পড়ে।
আমি ভাষাহীন হয়ে উপলকে চেয়ে থাকি।
মনের ভাষা, চোখের ভাষা পারবে কি পড়তে ????
আমার না বলা সব কথামালা।

কবি, সুনাইরা নাজিম 

অ/ ইবিটাইমস/এম আর

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

না বলা কথা মালা

আপডেটের সময় ০৩:০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২

 সুনাইরা নাজিম:
বলবো না – বলবো না ভাবি
যতই ভাবি ততই কথার পাহাড়।
সে সব না বলতে পারা কথা
খন্ড খন্ড হয়ে পথ আগলে দাঁড়ায়।
প্রশ্ন করে?????????
না বলতে পারার কথা,
কাউকে পেয়েছ কি????
আমি বাক্য হারা –!!!!
সবুজ ময়দানে হারিয়েছে সবুজ।
একাকী বিষন্ন মন সাথী খোঁজে।
কত শব্দ -কতকথা চারপাশে
আমার না বলতে পারা কথা!!
লুকাই বুকের ভেতর গহীন অরণ্যে
কথার তীর ছুটে চলে ।
লক্ষ্য ভেদ করতে গিয়ে
শব্দহীন কথাগুলো মুখ থুবড়ে পড়ে।
আমি ভাষাহীন হয়ে উপলকে চেয়ে থাকি।
মনের ভাষা, চোখের ভাষা পারবে কি পড়তে ????
আমার না বলা সব কথামালা।

কবি, সুনাইরা নাজিম 

অ/ ইবিটাইমস/এম আর