কাউখালীতে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে রাস্তা সংস্কারের  দাবীতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। উপজেলার বেকুটিয়া ফেরিঘাট এলাকায়   শনিবার (১২ ফেব্রুয়ারী)   ওই  মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

সকাল ১১টায় স্থানীয়দের উদ্যোগে উপজেলার চিরাপাড়া ইউনিয়নের বেকুটিয়া ফেরিঘাট এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় মুনসুর হাওলাদার, জেলাল হাওলাদার, মো. সুলতান হাওলাদার, আব্দুস সালাম সর্দার প্রমুখ।

স্থানীয়রা জানান, ওই এলাকার  বনফুল ক্লাব থেকে বিউটির বাড়ির পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা ভেঙ্গে   চরম ভাবে ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে। স্থানীয়দের চলাচলে মারাত্মক ভাবে সমস্যার সৃষ্টি হচ্ছে। ওই এলাকার বিজয়নগর, বেকুটিয়া, কেশরত,ও নিলতি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ চলাচলের সমস্যা হচ্ছে। বর্ষাকালে তাদের নৌকায় চলাচল করতে হয়। এতে ওই এলাকার
বিজয়নগর আলেম মাদরাসা, ৪টি প্রাথমিক বিদ্যালয় সহ দক্ষিন নিলতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলে মারাত্মকভাবে সমস্যা হচ্ছে বলে তারা জানান।

স্থানীয় দক্ষিন নিলতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. শহিদুল ইসলাম জানায়, বেকুটিয়া  ফেরিঘাট থেকে বিউটির বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা ভেঙ্গে নদীতে গেছে। বর্ষাকালে   শিক্ষার্থীরা স্কুলে বা মাদরাসায় যেতে পারেন না।

স্থানীয় ইউপি মেম্বার (৭ নম্বর ওয়ার্ড) আব্দুল আলিম জানান, বিষয়টি উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ  মিয়াকে  জানানো হলে তিনি  ওই কাজের জন্য বরাদ্দ এনে কাজ না করে বরাদ্দ আত্মসৎ করেছেন। স্থানীয়রা অভিযোগ করে আরো জানান, ওই
কাজের টাকা  উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন ও উপজেলা চেয়ারম্যান কাজ না করে টাকা আত্মসত করেছেন।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ  মিয়ার সাথে মুঠোফোনে কথা হলে তিনি এমন অভিযোগ অস্বীকার করে জানান,  সেখানের কোন বরাদ্দ উত্তোলন করেন নি। কাজ শেষ হবে পরে বরাদ্দ উত্তোলন করা হবে। তবে ভাইস চেয়ারম্যান সুমন
ওই অভিযোগ অস্বীকার করে জানান, এ ব্যপারে তিনি কিছুই জানেন না।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস/এম আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »