বাংলাদেশ ডেস্কঃ দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন কমে আসায় খুব শীঘ্রই সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আশা করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
করোনায় আক্রান্ত কমে যাওয়ায় খুব শিগগির সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে জানিয়ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট সার্কিট হাউসে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন কমছে। আশা করা যাচ্ছে শিগগিরই সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যাবে।
তিনি বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে সরকার সব ধরনের চেষ্টা করছে। এক্ষেত্রে শিক্ষার্থীদেরও অধিকারের পাশাপাশি দায়িত্ব রয়েছে। সকল সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। এ সময় তিনি আরও বলেন, এ রকম সমস্যা সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে হয়। জাতীয় উদ্যোগের মাধ্যমে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরে তিনি সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। এদিকে উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।
এখানে উল্লেখ্য যে,দেশে বৈশ্বিক মহামারী করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণের বিস্তার ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান দুই দফায় বাড়িয়ে আগামী ২০ ফেব্রুয়ারী পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে শিক্ষামন্ত্রী স্কুল খোলার ব্যাপারে এখনও কোন সঠিক তারিখের কথা জানান নি।
কবির আহমেদ/ইবিটাইমস