হবিগঞ্জ প্রতিনিধি, মোতাব্বির হোসেন কাজল: ৬ফেব্রুয়ারি দুপুর দুইটার দিকে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা মাধবপুরগামী একটি যাত্রীবাহি ম্যাক্সির(সিলেট-ক ২১১৪) সাথে সিলেটগামী কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাসের(কুমিল্লা-ব১১০০-৯৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ম্যাক্সি চালক ১ জন মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা ৪ জন আহত হওয়ার কথা জানালেও ফায়ার সার্ভিস সূত্র ১ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে। আশংকাজনক অবস্থায় আহত ব্যক্তিকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ম্যাক্সি ড্রাইভারকে শায়েস্তাগঞ্জ দাউদনগরের ছায়েদ বলে শনাক্ত করা হয়েছে। আহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দূর্ঘটনায় রাস্তার উভয়পাশে শত শত যানবাহন আটকে থাকায় দীর্ঘ যানজট তৈরী হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার তৎপরতা ও যান চলাচলে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রাণপণ চেষ্টা করেন।
উদ্ধার তৎপরতায় অংশগ্রহনকারী শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার মোঃ ইব্রাহিম জানিয়েছেন আহত ব্যক্তিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে।
হবিগঞ্জ/ইবিটাইমস/এম আর