ভিয়েনা ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের অবস্থা আশঙ্কাজনক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
  • ১৪ সময় দেখুন

ভারতীয় কিংবদন্তীর কন্ঠশিল্পী লতা মঙ্গেশকর পুনরায় ভেন্টিলেশনে,তার সুস্থতার জন্য প্রার্থনা করছে ভারত সহ সমগ্র উপমহাদেশ

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে,জানুয়ারী মাসের শুরুতেই করোনা রিপোর্ট পজিটিভ আসে ভারতীয় তথা উপমহাদেশের এই ৯২ বছর বয়স্কা  কিংবদন্তী শিল্পী লতার। প্রায় একমাস যাবৎ তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শারীরিক অবস্থা ফের জটিল আকার ধারন করেছে লতা মঙ্গেশকরের। আর এই খবর সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। সকলের কপালেই পড়েছে চিন্তার ভাঁজ। ভারতীয় সম্প্রচার কেন্দ্র এএনআই-র রিপোর্ট অনুসারে, লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার ফের অবনতি, অবস্থা আশঙ্কাজনক। ফের তাঁকে দেওয়া হয়েছে ভেন্টিলেটশনে। আপাতত আইসিইউতেই ডাক্তারদের নজরদারিতে রয়েছেন তিনি। প্রসঙ্গত, গত সপ্তাহেই ভেন্টেলেশন থেকে বের করা হয় তাঁকে। চিকিৎসক প্রীত সামদানি এবং তাঁর টিমের পর্যবেক্ষণে ছিলেন তিনি।

জানুয়ারী মাসের শুরুতেই করোনা রিপোর্ট পজিটিভ আসার পর লতাকে মহারাষ্ট্রের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। ৯ জানুয়ারি থেকে সেখানেই আছেন তিনি। তাঁর শরীরে সামান্য উন্নতির আভাস পাওয়া গিয়েছিল। তবে, আজকের পাওয়া খবর অনুযায়ী ফের পরিস্থিতি গুরুতর।

লতার মুখপাত্র গায়িকার পরিবারের তরফে এর আগেই দেশবাসীর কাছে আবেদন রেখেছেন, ‘অনুরোধ, ভেসে বেড়ানো ভুয়ো খবরকে গুরুত্ব দেবেন না। লতা দিদি এখনও আইসিইউতে আছেন। বিশিষ্ট চিকিৎসক এবং তাঁর দলের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চিকিৎসক এবং পরিবারকে নিজেদের ব্যক্তিগত পরিসরে শান্তিতে থাকতে দিন।’

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে লতা মঙ্গেশকরের চিকিৎসক প্রতীত সামদানি বলেন, ‘শিল্পীর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। আইসিইউতেই আছেন এই শিল্পী। তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।’

ভারতীয় সংগীতের এ জীবন্ত কিংবদন্তি ১৯২৯ সালে ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করেন। তাঁর সংগীত ভারত ছাপিয়ে তাঁকে পৌঁছে দিয়েছে বিশ্বসংগীতের দরবারে। লতা মঙ্গেশকর ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৪২ সালে। একটি মারাঠি ছবিতে প্রথম গান রেকর্ড করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।

১৯৭৪ সালে সবচেয়ে বেশি গান রেকর্ড করার নিরিখে ‘গিনেস বুক’-এ নাম উঠেছিল তাঁর। ১৯৪৮ থেকে ১৯৭৪ সালের মধ্যে ২৫ হাজারের বেশি গান রেকর্ড করার অনন্য নজির স্থাপন করেছেন লতা মঙ্গেশকর। তিনি প্রায় ৩৬টি ভাষায় গান করেছেন। এর মধ্যে আছে বাংলাও।

২০০১ সালে লতা মঙ্গেশকর ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ভারতরত্ন অর্জন করেন। এর আগে ১৯৮৯ সালে তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন। গত বছরের ২৮ সেপ্টেম্বর ৯২ বছর পূর্ণ করেছেন লতা। ৯২ বছর বয়সী এ শিল্পী টুইটারের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন অনুরাগীদের সঙ্গে। নানা সময়ে অন্য শিল্পীদের বিশেষ দিবসে টুইট করতেন তিনি। তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন সমগ্র উপমহাদেশে তার ভক্তরা।

কবির আহমেদ/ইবিটাইমস/ এম আর

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের অবস্থা আশঙ্কাজনক

আপডেটের সময় ০১:২১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২

ভারতীয় কিংবদন্তীর কন্ঠশিল্পী লতা মঙ্গেশকর পুনরায় ভেন্টিলেশনে,তার সুস্থতার জন্য প্রার্থনা করছে ভারত সহ সমগ্র উপমহাদেশ

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে,জানুয়ারী মাসের শুরুতেই করোনা রিপোর্ট পজিটিভ আসে ভারতীয় তথা উপমহাদেশের এই ৯২ বছর বয়স্কা  কিংবদন্তী শিল্পী লতার। প্রায় একমাস যাবৎ তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শারীরিক অবস্থা ফের জটিল আকার ধারন করেছে লতা মঙ্গেশকরের। আর এই খবর সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। সকলের কপালেই পড়েছে চিন্তার ভাঁজ। ভারতীয় সম্প্রচার কেন্দ্র এএনআই-র রিপোর্ট অনুসারে, লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার ফের অবনতি, অবস্থা আশঙ্কাজনক। ফের তাঁকে দেওয়া হয়েছে ভেন্টিলেটশনে। আপাতত আইসিইউতেই ডাক্তারদের নজরদারিতে রয়েছেন তিনি। প্রসঙ্গত, গত সপ্তাহেই ভেন্টেলেশন থেকে বের করা হয় তাঁকে। চিকিৎসক প্রীত সামদানি এবং তাঁর টিমের পর্যবেক্ষণে ছিলেন তিনি।

জানুয়ারী মাসের শুরুতেই করোনা রিপোর্ট পজিটিভ আসার পর লতাকে মহারাষ্ট্রের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। ৯ জানুয়ারি থেকে সেখানেই আছেন তিনি। তাঁর শরীরে সামান্য উন্নতির আভাস পাওয়া গিয়েছিল। তবে, আজকের পাওয়া খবর অনুযায়ী ফের পরিস্থিতি গুরুতর।

লতার মুখপাত্র গায়িকার পরিবারের তরফে এর আগেই দেশবাসীর কাছে আবেদন রেখেছেন, ‘অনুরোধ, ভেসে বেড়ানো ভুয়ো খবরকে গুরুত্ব দেবেন না। লতা দিদি এখনও আইসিইউতে আছেন। বিশিষ্ট চিকিৎসক এবং তাঁর দলের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চিকিৎসক এবং পরিবারকে নিজেদের ব্যক্তিগত পরিসরে শান্তিতে থাকতে দিন।’

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে লতা মঙ্গেশকরের চিকিৎসক প্রতীত সামদানি বলেন, ‘শিল্পীর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। আইসিইউতেই আছেন এই শিল্পী। তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।’

ভারতীয় সংগীতের এ জীবন্ত কিংবদন্তি ১৯২৯ সালে ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করেন। তাঁর সংগীত ভারত ছাপিয়ে তাঁকে পৌঁছে দিয়েছে বিশ্বসংগীতের দরবারে। লতা মঙ্গেশকর ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৪২ সালে। একটি মারাঠি ছবিতে প্রথম গান রেকর্ড করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।

১৯৭৪ সালে সবচেয়ে বেশি গান রেকর্ড করার নিরিখে ‘গিনেস বুক’-এ নাম উঠেছিল তাঁর। ১৯৪৮ থেকে ১৯৭৪ সালের মধ্যে ২৫ হাজারের বেশি গান রেকর্ড করার অনন্য নজির স্থাপন করেছেন লতা মঙ্গেশকর। তিনি প্রায় ৩৬টি ভাষায় গান করেছেন। এর মধ্যে আছে বাংলাও।

২০০১ সালে লতা মঙ্গেশকর ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ভারতরত্ন অর্জন করেন। এর আগে ১৯৮৯ সালে তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন। গত বছরের ২৮ সেপ্টেম্বর ৯২ বছর পূর্ণ করেছেন লতা। ৯২ বছর বয়সী এ শিল্পী টুইটারের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন অনুরাগীদের সঙ্গে। নানা সময়ে অন্য শিল্পীদের বিশেষ দিবসে টুইট করতেন তিনি। তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন সমগ্র উপমহাদেশে তার ভক্তরা।

কবির আহমেদ/ইবিটাইমস/ এম আর