চীনের বেইজিং-এ শুরু হয়েছে ২৪ তম শীতকালীন বিশ্ব অলিম্পিক

কয়েক দশকের মধ্যে নজিরবিহীন এক কঠিন পরিস্থিতির মাঝে বেইজিংয়ে শুরু হয়েছে শীতকালীন বিশ্ব অলিম্পিক গেমস

আন্তর্জাতিক ডেস্কঃ গতকাল শুক্রবার (৪ ফেব্রুয়ারী) ২৪ তম শীতকালীন বিশ্ব অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানটি স্থানীয় সময় রাত ৮টায় (১২০০ ইউটিসি) চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেখানে উপস্থিত থেকে  আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সেখানে যোগদান করা অন্যান্যদের মধ্যে আরও ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরোস আধানম ঘেবরেয়সাস এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

তবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডা সহ বেশ কয়েকটি দেশ এই খেলাটি কূটনৈতিকভাবে বর্জন  করেছে। দেশগুলোর ভাষ্যমতে, চীনের দূর-পশ্চিমের শিনজিয়াং প্রদেশের প্রায় ১০ লক্ষ মুসলিমের গণহত্যার প্রতিবাদে তারা এই খেলা বর্জন করছে।

৪ ফেব্রুয়ারী থেকে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত এইবারের এই ২৪ তম শীতকালীন বিশ্ব অলিম্পিকেমোট ৯১ টি দেশের প্রায় ২,৯০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। অস্ট্রিয়া থেকে মোট ৮৬ জন জন প্রতিযোগী এইবারের এই অলিম্পিকে অংশগ্রহণ করছেন। প্রতিযোগীরা মোট ১০৯ টি ইভেন্টে বিভিন্ন শীতকালীন খেলায় অংশগ্রহণ করবে।

এদিকে বৃটিশ সংবাদ সংস্থা বিবিসি তার এক প্রতিবেদনে জানিয়েছে,বেইজিংই একমাত্র শহর যেটি গ্রীষ্মকালীন এবং শীতকালীন দুই অলিম্পিকেরই স্বাগতিক শহর হবার মর্যাদা পেলো। যেখানে এইবারের শীতকালীন বিশ্ব অলিম্পিক ইভেন্টগুলো হচ্ছে সেখানে বরফের যে ঢাল তার বেশিরভাগটাই মানুষের তৈরি। ভেতরে যে বরফের প্রতিযোগিতার রিংক তৈরি করা হয়েছে, সেখানে বরফ যাতে না গলে তার জন্য হিমশীতল পরিবেশ তৈরি করা হয়েছে গম্বুজাকৃতি স্টেডিয়ামের একপাশে বসানো বিশাল বিশাল ফ্রিজারের মাধ্যমে।

কূটনৈতিক বয়কট মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উল্লেখ করে বেইজিংয়ে বিশিষ্ট ব্যক্তিদের পাঠাতে অস্বীকার করেছে। তবে তারা প্রতিনিধি না পাঠালেও প্রতিযোগিতায়  অংশগ্রহণ করছে। অন্যদিকে চীন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছে।

ভারতও পশ্চিমা বিশ্বের সাথে এইবারের শীতকালীন বিশ্ব অলিম্পিকে প্রতিনিধি পাঠানো বয়কট করেছে। ২০২০ সালে ভারতীয় সেনাদের সাথে সীমান্তে মারাত্মক সংঘাতে অংশগ্রহণকারী চীনের একজন সৈনিককে, শুক্রবারের উদ্বোধনীর পূর্বে অলিম্পিক মশাল বহনের একটি অংশে চীন অন্তর্ভুক্ত করলে, নতুন দিল্লী এই বয়কটের ঘোষণা দেয়। কি ফাবাও নামের ঐ সৈনিকের অংশগ্রহণের বিষয়টি চীনের গণমাধ্যম প্রকাশ করেছে। আন্তর্জাতিক খেলাধুলায় চীনের ভূমিকা সাম্প্রতিক মাসগুলিতে অন্যান্য অস্বস্তিকর শিরোনামও আঁকিয়েছে।

চীনে অলিম্পিকের এই আয়োজন এমন এক সময় হচ্ছে যখন  চীনের তারকাখ্যাতিসম্পন্ন টেনিস খেলোয়াড় পেং শুয়েই-এর নিরাপত্তার বিষয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বিরাজ করছে। চীনের একজন উচ্চপদস্থ সরকারী কর্মকর্তার বিরুদ্ধে এই টেনিস তারকা যৌন নিপীড়নের অভিযোগ করেছেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অবশ্য বলেছে যে, তারা শুয়েই এর সাথে সাক্ষাৎ করেছে এবং অলিম্পিক চলাকালীন আবারও তার সাথে দেখা করবে।

ইউরোপ/ইবিটাইমস/ এম আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »