ভোলার লালমোহন প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক জসিম জনি, সাংগঠনিক ফরিদ উদ্দিন

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা)  প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য ভোলার লালমোহন প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক জসিম জনি, সাংগঠনিক সম্পাদক পদে মো: ফরিদ উদ্দিন নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি)  বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত  প্রেসক্লাবের ভিতরে ভোট গ্রহণ করা হয়। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এ তিনটি  পদে নির্বাচন হয়েছে। মোট ভোটার ছিল ৪৬ জন। এরমধ্যে ৩ জন ভোট দিতে বিরত থাকে। সভাপতি পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্ধির মধ্যে এসবি মিলন ২ ভোট, মোঃ আমজাদ হোসেন ৫ ভোট, মোঃ রুহুল আমিন ২৫ ভোট ও আবদুস সাত্তার ৯ ভোট পান। সভাপতি পদের ২ ভোট নস্ট ঘোষনা করেন নির্বাচন কমিশন। ফলে সভাপতি পদে ২৫ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ রুহুল আমিন। সাধারণ সম্পাদক  পদে ৩ জন প্রতিদ্বন্ধির মধ্যে মোঃ মিজানুর রহমান কোন ভোট পায়নি, মোঃ শাহিন আলম মাকসুদ ১৯ ভোট এবং মোঃ জসিম জনি ২৪ ভোট পান। ফলে সাধারণ সম্পাদক পদে ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ জসিম জনি। সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধি মধ্যে শাহীন কুতুব ২০ ভোট এবং মোঃ ফরিদ উদ্দিন ২৩ ভোট পান। ফলে সাংগঠনিক সম্পাদক পদে ২৩ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ ফরিদ উদ্দিন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন মো: জসিম উদ্দিন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জহিরুল ইসলাম সেলিম, আনোয়ার রাব্বি, আবুল হাসান রিমন ও হাসানাতুজ্জামান সোহাগ। 

ভোলা/ইবিটাইমস/এম আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »