হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে ২০০ প্রতিবন্ধি, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে নবনির্মিত শায়েস্তাগঞ্জ থানা প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
হবিগঞ্জ জেলা পুনাকের সভানেত্রী মিসেস তাহেরা রহমানের সভাপতিত্বে ও শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ ও হতদরিদ্র ব্যক্তিদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলী ও পুনাক সভানেত্রী মিসেস তাহেরা রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব, পুনাক হবিগঞ্জের নেত্রীবৃন্দ।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস