ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের সদর উপজেলার আলামকাঠীতে এক ভূমি কর্মকর্তার অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
গতকাল মঙ্গলবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন করেন স্থানীয় ভুক্তভোগী আলাউদ্দিন শেখ সহ কয়েকটি পরিবার।
তারা জানান, জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে হামলা, মামলা, জমি আত্মসাৎ ও প্রতারনা করছেন একই এলাকার ও জেলার ইন্দুরকানী ভুমি অফিসে কর্মরত নাসির উদ্দিন নামের এক ভুমি কর্মকর্তা।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে বুলবুল আক্তার জানান, সরকারী চাকুরীজীবী নাসির উদ্দিন সদর উপজেলার আলামকাঠী এলাকায় একজন স্থায়ী বাসিন্দা।তিনি বিভিন্ন সময়ে তার লোকজন নিয়ে আলাউদ্দিন সেখ ও তার পরিবারের উপরে নির্মম ভাবে নির্যাতন করে আসছেন।এরই ধারাবাহিকতায় গত ডিসেম্বর মাসের ২০ তারিখে পূর্বশত্রুতার জের ধরে নাসির উদ্দিন ও তার লোকজন নিয়ে হামলা চালালে আলাউদ্দিন সেখ ও তার পরিবারের বেশ কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক ভাবে আহত হয়।
এসময় নাসির উদ্দিন এর সাথে থাকা কাইয়ুম, শামীম, রনি সহ ১০-১২ জন তাদের উপরে হামলা চালায় এবং বাড়ি ঘরে লুটপাট চালায়।পরবর্তীতে এ ঘটনার মামলা করা হলে নাসির উদ্দিন তার লোকজন দিয়ে বিভিন্ন ভাবে প্রান নাশেন হুমকি দিয়ে যাচ্ছে। এছাড়াও বিদেশে লোক নেয়ার কথা বলে মুক্তারকাঠী এলাকার শাওনের কাছ থেকে ৬ লাখ টাকা, বাশবাড়িয়া গ্রামের হাসিব সেখ এর থেকে ৬ লাখ টাকা, পার্শবর্তী এলাকার শাওন সরদারের থেকে ৪ লাখ টাকা সহ প্রায় ২২ লাখ টাকা হাতিয়ে নেয়।এছাড়াও আলাউদ্দিন সেখ নামে একজনের কাছ থেকে ৩ শতাংশ জমি জোড় পূর্বক দখল করে নেয়।যার বর্তমান মূল্য ১২ লাখ টাকা।
এ ঘটনায় আব্দুল মালেক প্রতারনার অভিযোগ এনে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।নাসির উদ্দিন ও তার বাহিনীর হাত থেকে মুক্তি পেতে চারটি পরিবারের প্রায় ১৫ জন সদস্য একত্রিত হয়ে সংবাদ সম্মেলন করেছেন।
অভিযুক্ত নাসিরউদ্দিন প্রতারনার অভিযোগে জেলা হাজতে থাকায় তার কোন সাক্ষাৎ নেয়া সম্ভব হয় নি।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস