ডিস্ট্রিক্ট কসেপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়ায় দারিদ্র্য নিরসন, নারী উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে
পিরোজপুর জেলা পরিষদের উদ্যেগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ জানুয়ারী) ভান্ডারিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই সেলাই মেশিন বিতরণ করেন।
ভান্ডারিয়া উপজেলায় ড্রেস মেকিং এন্ড টেইলারিং ট্রেডে প্রশিক্ষনপ্রাপ্ত ১১৫ জনের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর, ভাইস
চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু, জাতীয় পার্টি জেপির সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সরোয়ার জোমাদ্দর, ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবারে পিরোজপুর জেলা পরিষদ থেকে পর্যায়ক্রমে জেলায় ১ হাজার ২৩ টি সেলাই মেশিন বিতরণ করা হবে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস