দেশে করোনায় একদিনে আক্রান্ত ১,১৪৬ জন

corona

ঢাকা: দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪৬ জন। শনাক্তের হার বেড়েছে দশমিক ৮১ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার জানানো হয়েছে, আজ করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল সাত জন। এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৮ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘন্টায় ২০ হাজার ২০৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৬ জন। গতকাল ২৩ হাজার ৪৩৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১ হাজার ১৪০ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ৫৪০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৯১ হাজার ৯৩ জন।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ১৫১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৯০২ জন। শনাক্তের হার ৬ দশমিক ৩৭ শতাংশ।
আজ ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছেন। তবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৭০ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৫৩৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৫ শতাংশ।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »