হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে হামলা করে ৭জনকে আহত করেছে অজ্ঞাত হিংস্র বন্য প্রাণী।এ নিয়ে আতংক বিরাজ করছে আশপাশের এলাকাগুলো।
আহতরা হলেন, আলীরাজাপুর গ্রামের ওয়াজেদ উল্লাহর পুত্র আঃ খালেক (৭০), কবির মিয়ার পুত্র খোকন মিয়া (২২), রাণীরকোট গ্রামের জয়নাল আবেদিনের পুত্র মানিক মিয়া (৪৫), ছৈয়দ উদ্দিনের পুত্র সাইফুল ইসলাম (২৪), অজ্ঞাত নামা ভিক্ষুক মহিলা, কালিশিড়ী গ্রামের আঃ করিমের পুত্র আঃ সহিদ (৬৭) ও মাহফুজ মিয়ার কন্যা শিল্পী আক্তার (২২)। শিল্পী আক্তার গর্ভবতী।
বুধবার (৫ জানুয়ারি) এ হামলার শিকার হন তাঁর আহতদের মধ্যে গুরুতর আঃ খালেককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বাকীরা চুনারুঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।
আলীরাজাপুর ও রাণীরকোটের আহতরা জানান, মাটি রঙের হিংস্র প্রাণীটি আচমকাই সবাইকে আক্রমণ করেছে।তারা ধস্তাধস্তি করেও এর শক্তির সঙ্গে পেরে উঠেননি। সকাল এবং সন্ধ্যা রাতে তাদেরকে আক্রমন করেছে প্রাণীটি। একটি না একাধিক প্রাণী তা নিশ্চিত হওয়া যায়নি।
কালিশিরী গ্রামের আহতরা জানান, রাত সাড়ে সাতটায় ডোরাকাটা রঙের একটি ছোট্ট প্রাণী তাদের উপর হামলা করে।আহত ওই দুই জনের গায়ে একাধিক আঁচড় ও কামড়ের দাগ রয়েছে।
এই সংবাদ ছড়িয়ে পড়লে আতংকিত হয়ে উঠেছেন পুরো এলাকাবাসী।হাতে লাঠি নিয়ে যুবকদের দল টহল দিচ্ছেন এলাকা জুড়ে।
আজ (৬ জানুয়ারি) সকালে বন বিভাগের ২ জন বন্দুকধারীকে রাণীরকোট এলাকায় দেখা গেছে।এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিমের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এ ব্যাপারে তিনি আগে অবগত ছিলেন না। তবে, তদন্ত সাপেক্ষ দ্রুত এর প্রতিকার ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস