স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট লিগের শিরোপা ঘরে তুলেছে ওয়ালটন মধ্যাঞ্চল। বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালের শেষ দিনে মধ্যাঞ্চল চার উইকেটে জিতেছে।
জয়ের জন্য মধ্যাঞ্চলের লক্ষ্য ছিল ২১৮ রান। আগেরদিন ২৬ রানে তিন হারিয়ে ফেললেও এদিন আর তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা।
দিনের শুরুতে দ্রুত আরও তিন উইকেট হারিয়ে যখন ধুঁকছে দল, হাল ধরেন শুভাগত ও জাকের। দুইজনে গড়েন ১৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি। যেখানে অগ্রণী ছিলেন শুভাগত।
মধ্যাঞ্চলের জয়ের মূল নায়ক শুভাগত হোম। দ্বিতীয় ইনিংসে ১২১ বলে ১১৪ রান করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন তিনি। প্রথম ইনিংসেও ১১৬ রানের ইনিংস খেলছিলেন তিনি। তাই প্রত্যাশিতভাবেই ম্যাচসেরা হন শুভাগত।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ