পরিবেশ দূষণ ও প্রাকৃতিক বিপর্যয় থেকে ভোলাকে রক্ষা করতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে-এমপি শাওন

রিপন শান: ১১৭ ভোলা-৩ আসনের অভিভাবক আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেছেন- পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে- দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্ণিমানে দিনরাত নিরলস পরিশ্রম করে আজ খাদ্য ঘাটতির বাংলাদেশকে খাদ্য উদ্ধৃত্ত দেশে পরিনত করেছেন।ইতোমধ্যে বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যানে ।
তিনি আরো বলেন-  ভোলাকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।পরিবেশ দূষণ ও প্রাকৃতিক বিপর্যয় রোধ করতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে।মেঘনার ভাঙন থেকে ভোলাবাসীকে রক্ষা করতে হলে বাড়াতে হবে সবুজ বনায়ন।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি ২০২২) সকালে লালমোহন উপজেলায় ৫০ লক্ষ  টাকা ব্যয়ে লালমোহন রেঞ্জ বন কর্মকর্তার নবনির্মিত কার্যালয়ের  উদ্বোধন শেষে বন বিভাগের আয়োজনে আলোচনা সভায় এসব কথা বলেন এমপি শাওন।
এসময়  তিনি আরো বলেন- মুজিববর্ষ উপলক্ষ্যে সারাদেশে এক কোটি বৃক্ষরোপণ করা হয়েছে, যা পরিবেশ রক্ষায় বিশাল ভূমিকা রাখবে। কাগজ ব্যবহারে বৃক্ষের ওপর চাপ বাড়ে। তাই তথ্যপ্রযুক্তিগত সেবা বাড়িয়ে সম্পূর্ণ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকারের জনবান্ধব প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ।
লালমোহন উপজেলা পরিষদ হলরুমে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার, সহকারী কমিশনার ভূমি লালমোহন মোঃ জাহিদুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আক্তার হোসেন প্রমুখ।
ভোলা/ইবিটাইমস/এম আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »