ভিয়েনা ০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাজনৈতিক প্রতিহিংসা থেকে খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
  • ১১ সময় দেখুন

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়। রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাঁকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার।’

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষ্যে বিএনপির প্রতিবাদী মানববন্ধনে এ কথা বলেন তিনি।

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘সরকার খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়। রাজনৈতিক প্রতিহিংসা থেকে খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার। খালেদা জিয়ার কিছু হলে সবাইকে হত্যার আসামি করে বিচার করা হবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘কোনো রকম রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী না হয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে এ মুহূর্তে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা দরকার। চিকিৎসকেরা আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছেন। কিন্তু যেকোনো সময় তাঁর জীবন নিয়ে আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হতে পারে।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘বিরাজনীতিকরণের চক্রান্তের অংশ হিসেবে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দরকার হলেও বিদেশে নিয়ে যেতে দিচ্ছে না আইনের দোহাই দিয়ে। এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে যেতে হবে। সুনামি হয়ে সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘২০১৪ সালের এই দিনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের অবৈধ সরকার বিনা নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে। আওয়ামী লীগ বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠায় দেশের গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাজনৈতিক প্রতিহিংসা থেকে খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার

আপডেটের সময় ০৪:১৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়। রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাঁকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার।’

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষ্যে বিএনপির প্রতিবাদী মানববন্ধনে এ কথা বলেন তিনি।

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘সরকার খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়। রাজনৈতিক প্রতিহিংসা থেকে খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার। খালেদা জিয়ার কিছু হলে সবাইকে হত্যার আসামি করে বিচার করা হবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘কোনো রকম রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী না হয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে এ মুহূর্তে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা দরকার। চিকিৎসকেরা আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছেন। কিন্তু যেকোনো সময় তাঁর জীবন নিয়ে আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হতে পারে।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘বিরাজনীতিকরণের চক্রান্তের অংশ হিসেবে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দরকার হলেও বিদেশে নিয়ে যেতে দিচ্ছে না আইনের দোহাই দিয়ে। এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে যেতে হবে। সুনামি হয়ে সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘২০১৪ সালের এই দিনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের অবৈধ সরকার বিনা নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে। আওয়ামী লীগ বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠায় দেশের গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ